![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাপের মতো আঁকাবাঁকা পথ/ছুঁয়েছে দিগন্ত রেখা
যত পথ যাই তত না ফুরায়/মেলে না শেষের দেখা!
বাপ দাদা চাচা এ পধ ধরে/গিয়েছে অচিনপুরে
আমিও হাঁটি পথের সীমানা/নয়তো বেশি দূরে!
আমার ছেলে নাতি-পুতি-খুতি/আমাদের মতই হাঁটে
জানি না কখন মিলব আবার/অচেনা সে কোন ঘাটে!
১৮ ই মার্চ, ২০১৮ রাত ১০:৪৩
বিএম বরকতউল্লাহ বলেছেন: স্বাগতম।
আপনার মন্তব্যে আমি প্রীত হলাম।
২| ১৮ ই মার্চ, ২০১৮ রাত ৯:৩৫
সঞ্জীব ব্যানার্জী বলেছেন: হাঁটছেন আপনি, হাঁটছি আমিও । না হাঁটলেও বাকিরা হাঁটবে। হাঁটার শেষ হলেও অদৃষ্ট হাঁটিয়ে নেবে।
সুন্দর পোস্ট।
১৮ ই মার্চ, ২০১৮ রাত ১০:৪৪
বিএম বরকতউল্লাহ বলেছেন: শুভেচ্ছা নিন।
পথ থাকে পথিক থাকে না।
এ পথ ধরে আমার পূর্বপুরুষেরা গেছেন। আমরাও প্রস্তুত হচ্ছি। আর এভাই শূন্যস্থান পূরণ হয়।
ধন্যবাদ।
৩| ১৯ শে মার্চ, ২০১৮ সকাল ৯:৪২
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
১৯ শে মার্চ, ২০১৮ সকাল ৯:৫৯
বিএম বরকতউল্লাহ বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৮ ই মার্চ, ২০১৮ রাত ৯:২৬
শাহ আজিজ বলেছেন: গ্রামের রাস্তা , একটু বিরল বটে , কিন্তু চমৎকার,
ছড়ার সাথে ভাল লাগল ।