নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পড়াশোনা করি। লেখালেখি করি। চাকরি করি। লেখালেখি করে পেয়েছি ৩টি পুরস্কার। জাতিসংঘের (ইউনিসেফ) মীনা মিডিয়া এ্যাওয়ার্ড ২০১১ ও ২০১৬ প্রথম পুরস্কার। জাদুর ঘুড়ি ও আকাশ ছোঁয়ার গল্পগ্রন্থের জন্য অধ্যাপক মোহাম্মদ খালেদ শিশুসাহিত্য পুরস্কার ২০১৬।

বিএম বরকতউল্লাহ

জানতে চাই।

বিএম বরকতউল্লাহ › বিস্তারিত পোস্টঃ

হে শিশু!

১৯ শে মার্চ, ২০১৮ রাত ১০:০৬



এ পথ ধরে কোথায় চলেছ পথের কোথায় শেষ
চাকার পেছনে ছুটে চলা পথে হয়ো না নিরুদ্দেশ
সবুজের মাঝে একখানা পথ ধুলিমাখা সাদা সাদা
আকাশের মেঘ বৃষ্টি হয়ে এখনই গজাবে কাদা।

যতটা সহজ ভেবেছ তুমি যতটা সমান্তরাল
ততটা কঠিন লুকিয়ে আছে তোমার অন্তরাল।
ঐ যে দূরে গাঁয়ের শেষে আকাশ নেমে হাসে
পথের ধারে ফড়িং উড়ে সবুজ নরম ঘাসে।

চাকা ঘুরে ঘুরে শিশু যায় ছুটে আকাশ বহুদূর
পথ ভুলে ছেলে অচেনা পথে এসেছে অচিনপুর।
চারপাশে যত সবুজ আছে আঁধারে পড়েছে ঢাকা
ক্লান্ত পায়ে অচল অবস থেমেছে শিশুর চাকা।

আকাশ ছোঁয়ার স্বপ্ন যখন পথেই গেল থেমে
মেঘের পিঠে চড়ে আকাশ নিজেই এল নেমে।

মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৯ শে মার্চ, ২০১৮ রাত ১০:১৫

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন:


ভালো লিখেছেন ভালো লাগল
আরো ভালো চাই,
ধন্যবাদ দিয়ে ছোট করব না
বলার কিছু নাই।

১৯ শে মার্চ, ২০১৮ রাত ১১:০৫

বিএম বরকতউল্লাহ বলেছেন: স্বাগতম।
ছড়ায় মন্তব্য পেয়ে খুব ভাল লাগছে।
ধন্যবাদ।

২| ১৯ শে মার্চ, ২০১৮ রাত ১০:১৫

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: শ্রদ্ধেয় বরকত ভাই?

আপনার কবিতার বই নেটে/লাইব্রেরিতে পাওয়া যাবে??
বইয়ের নাম বলেন।

১৯ শে মার্চ, ২০১৮ রাত ১১:০৬

বিএম বরকতউল্লাহ বলেছেন: ছড়ার বই: স্বপ্ন আমার আকাশ ছোঁবে
রকমারিতে পাবেন।
শুভেচ্ছা রইল।

৩| ১৯ শে মার্চ, ২০১৮ রাত ১০:৫১

নূর-ই-হাফসা বলেছেন: চমৎকার লিখেছেন

১৯ শে মার্চ, ২০১৮ রাত ১১:০৭

বিএম বরকতউল্লাহ বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ।

৪| ১৯ শে মার্চ, ২০১৮ রাত ১১:২১

ফরহাদ রহমান বলেছেন: অসাধারণ খুব ভালো লাগল।

২০ শে মার্চ, ২০১৮ সকাল ১০:৫৪

বিএম বরকতউল্লাহ বলেছেন: স্বাগতম। আপনার মন্তব্য পড়ে আমারও ভাল লাগছে।
শুভেচ্ছা নিন।

৫| ১৯ শে মার্চ, ২০১৮ রাত ১১:৩২

সঞ্জীব ব্যানার্জী বলেছেন: ছন্দময় তাৎপর্যতা! মোন ছুঁয়ে গেল।

২০ শে মার্চ, ২০১৮ সকাল ১০:৫৫

বিএম বরকতউল্লাহ বলেছেন: ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা।

৬| ২০ শে মার্চ, ২০১৮ সকাল ৭:৩৪

মলাসইলমুইনা বলেছেন: চমৎকার! খুব সুন্দর লাগলো কবিতা |

২০ শে মার্চ, ২০১৮ সকাল ১০:৫৬

বিএম বরকতউল্লাহ বলেছেন: নাইমুল ইসলাম ভাই আপনাকে ধন্যবাদ।

৭| ২০ শে মার্চ, ২০১৮ সকাল ১০:৫৬

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: আপনার কবিতা গুলো বরবরই সুন্দর।

২০ শে মার্চ, ২০১৮ সকাল ১০:৫৭

বিএম বরকতউল্লাহ বলেছেন: স্বাগতম।
অনেক উৎসাহ বোধ করছি আমি।
আমার শুভেচ্ছা রইল।

৮| ২০ শে মার্চ, ২০১৮ সকাল ১১:০২

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: ভালোকে ভালো মন্দকে মন্দ বলতে যে হবেই তা-না হলে আমাদের মাঝে থেকে কেমন করে রবিন্দ্র-নজরুলের জন্ম হবে!?

২০ শে মার্চ, ২০১৮ সকাল ১১:০৭

বিএম বরকতউল্লাহ বলেছেন: বাহ খুব মূল্যবান কথা বলেছেন আপনি।
তবে আপনার বাড়ি গিয়েছিলাম। আট নভেম্বরের পরে নাকি আপনি বাড়িতে আসছেন না।
ভাল থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.