![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আয় দেখি ঝুলে পড়ি শুকনো ডালে
ঝুলে ঝুলে দোল খাব দোলনা চালে
ঝুলে পড়ে দুই জনে যায় বহু দূরে
নিচে জল ভয় কিরে হাওয়ায় ওড়ে;
দুই জনে দোল খায় দেখে তিন জনে
ঝুলে দুলে কত মজা কিশোরের মনে
ডালা ছিঁড়ে দুই জনে জলে গিয়ে পড়ে
এই নিয়ে কিশোরেরা খুব মজা করে!
২| ২২ শে মার্চ, ২০১৮ রাত ৮:৩০
বিএম বরকতউল্লাহ বলেছেন: স্বাগতম।
আমরা যখন কিশোর ছিলাম এমনই করতাম।
ছবিটা জীবনেরই একটি স্মৃতি।
ভাল থাকবেন।
৩| ২২ শে মার্চ, ২০১৮ রাত ৯:২৬
ওমেরা বলেছেন: ছবিটাও খুব সুন্দর আপনার ছড়াটাও খুব সুন্দর ।খুব ভাল লাগল ধন্যবাদ
ভাইয়া ।
৪| ২২ শে মার্চ, ২০১৮ রাত ৯:৫৩
রাজীব নুর বলেছেন: শহরে জন্মেছি, শহরে বড় হয়েছি। গ্রামীন জীবন একেবারেই পাইনি।
আফসোস হয়।
৫| ২২ শে মার্চ, ২০১৮ রাত ১০:৫০
যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: আপনার ছোট কবিতা আর ছবি। আমার বেশ উপাদেয় লাগে।
৬| ২৩ শে মার্চ, ২০১৮ রাত ১২:৩০
কবীর হুমায়ূন বলেছেন: ছবি এবং ছড়া
হয়েছে ভাই খুবই কড়া।
শুভকামনা।
©somewhere in net ltd.
১|
২২ শে মার্চ, ২০১৮ রাত ৮:২৪
মাহমুদুর রহমান সুজন বলেছেন: অনেক সুন্দর ছড়া কবিতাটি। কিশুর চাঞ্চল্যতাকে শব্ধ বুনুনে ফোটালেন। ভাল থাকবেন।