![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ওরা চুরি করে রুটি খায় চোর চোর চোর
ধরে বেঁধে ফেলে রাখ রাত থেকে ভোর।
চুল কেটে ছেঁটে দে এলোমেলো করে
মার দেখি ধুমধাম যায় যাক মরে।
হাত বাঁধা দুই শিশু অবাক তাকায়
চারপাশে চোখগুলো ভীষণ পাকায়।
ক্ষুধা পেলে রুটি খায় এই তারা জানে
রুটি খেলে অন্যায় হলো কোন খানে!
কোটি টাকা চুরি করে আছে যারা বেশ
ধরে বেধে পেটানো? ছিঁড়বে না কেশ
রাগ-ক্ষোভ, জেদ ঝাড়ো গরিবের পরে
একবারও দেখো নাই চুরি কেনো করে।
ছোটো-বড়ো ভেদাভেদ জগতের ধারা
টের পাই মাঝে মাঝে বিবেকের তাড়া।
২৪ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:২১
বিএম বরকতউল্লাহ বলেছেন: সাইন বোর্ড!
আপনার নাম দেখেইি টাশকি।
শুভেচ্ছা।
২| ২৪ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:১৬
ঢাবিয়ান বলেছেন: পুলিশের এসব দেখার সময় নাই। সুতরাং এক্টাই কাজ আমরা সবাই করতে পারি। ফেসবুকে যেভাবেই হোক পোস্টটা ভাইরাল করা হোক। তারপর যারা এই অমানবিক কান্ড করেছে তাদেরকে একই অবস্থা করে গাছের সাথে বেধে উত্তম মধ্যম দেয়ার ব্যবস্থা করা দরকার।
২৪ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:২৪
বিএম বরকতউল্লাহ বলেছেন: ফেসবুকেও দিয়েছি।
মাঝেমধ্যেই এরকম অমানবিক কাণ্ড ঘটে। প্রতিবাদ হয়।
বিচারও হয়। তবুও ঘটে এসব।
ধন্যবাদ।
৩| ২৪ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:১৯
চাঁদগাজী বলেছেন:
নতুন ষ্টাইলে, ফ্রি হেয়ার কাটিং?
২৪ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:২৫
বিএম বরকতউল্লাহ বলেছেন: গাজী ভাইয়ের মন চলে গেছে অন্য জাগায়। সেলুনের দিকে!!
৪| ২৪ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৩১
যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: গরীব করলে চোর
বড়লোক করলে চৌর্যবৃত্তি।
৫| ২৪ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৪১
শাহিন বিন রফিক বলেছেন: কঠিন বাস্তব।
৬| ২৪ শে মার্চ, ২০১৮ রাত ৮:০১
রাজীব নুর বলেছেন: আপনি ছবি ও ছড়া দিয়ে মন খারাপ করে দেন।
৭| ২৪ শে মার্চ, ২০১৮ রাত ৮:০৭
মলাসইলমুইনা বলেছেন: একটা সভ্য দেশে এখনো এরকম ফটো তুলবার সুযোগ হয় কারো আর তা নিয়ে কবিতাও লিখতে হয় কবির উদ্বেগ জানাতে এটা ভাবতেইতো খারাপ লাগে ! কি যে হচ্ছে দেশে আল্লাহ !
৮| ২৫ শে মার্চ, ২০১৮ দুপুর ১:৪৮
জিসান আহমেদ অরিন বলেছেন: এই অপরাধী দের তথ্য দিন, এটি কোন শহরের ব্যবস্থা নেওয়া হবে।
©somewhere in net ltd.
১|
২৪ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:৫৭
সাইন বোর্ড বলেছেন: এই সব শিশুদের জন্মদাতাদের অাগে ধরে গাছের সাথে বাঁধতে হবে, সত্যিই অমানবিক এগুলো...