নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পড়াশোনা করি। লেখালেখি করি। চাকরি করি। লেখালেখি করে পেয়েছি ৩টি পুরস্কার। জাতিসংঘের (ইউনিসেফ) মীনা মিডিয়া এ্যাওয়ার্ড ২০১১ ও ২০১৬ প্রথম পুরস্কার। জাদুর ঘুড়ি ও আকাশ ছোঁয়ার গল্পগ্রন্থের জন্য অধ্যাপক মোহাম্মদ খালেদ শিশুসাহিত্য পুরস্কার ২০১৬।

বিএম বরকতউল্লাহ

জানতে চাই।

বিএম বরকতউল্লাহ › বিস্তারিত পোস্টঃ

সুখ-দুখ

২৪ শে মার্চ, ২০১৮ রাত ৮:৪৬

আমি বিশ্বমাঝে ছড়িয়ে দিলাম আমার সকল ব্যথা
আমি বলে দিলাম বিশ্বলোকে আমার গোপন কথা
আমার যতো দুখ-যাতনা আমার একার নয়
বিশ্বমাঝে দিলাম ছেড়ে আমার কীসের ভয়?

কষ্টগুলো আমার ভেবে যেই লয়েছি নিজে
দুঃখগুলো নিজের ভেবে কষ্ট পেলাম কি যে!

জগৎমাঝে কে বা আমি নিছক ধুলিকণা
সুখে-দুখের সঙ্গে আমার গভীর বনিবনা!

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৪ শে মার্চ, ২০১৮ রাত ৯:০৯

ওমেরা বলেছেন: সুখ - দুঃখ নিয়েই জীবন । একটার পর একটা আসে আমাদের জীবনে ।
আপনি বেশ ভাল ছড়া লিখেন । ধন্যবাদ

২৪ শে মার্চ, ২০১৮ রাত ৯:২৬

বিএম বরকতউল্লাহ বলেছেন: স্বাগতম।
আমার দুঃখ শুধু আমারই নয় গোটা বিশ্বের। সুখও তেমনি।
ধন্যবাদ।

২| ২৪ শে মার্চ, ২০১৮ রাত ৯:৩৪

রাজীব নুর বলেছেন: মানুষের জীবন টাই এমন। সুখ তার পর দুঃখ। আবার সুখ, আবার দুঃখ। একটা চক্র। চলছেই।

এবার ছবি দিলেন না যে?

২৪ শে মার্চ, ২০১৮ রাত ৯:৪৪

বিএম বরকতউল্লাহ বলেছেন: সুখ-দুখের ছবি তুলতে গেলাম, ক্যামেরা খালি ডিস্টার্ব করে।
অতএব ক্যামেরার দুখ-কষ্ট নিয়ে একটা ছড়া তৈরি হয়ে গেল।
পরে কোন একদিন দেবো।

৩| ২৪ শে মার্চ, ২০১৮ রাত ১১:০০

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: বাবা এবং সুখ দুঃখে এই দুটিতে ছবি দিলেন না কেন? ছড়া রিলেটেড ছবি বেশ ভালো লাগে। ভালো থাকবেন

৪| ২৫ শে মার্চ, ২০১৮ সকাল ১০:১৪

বিএম বরকতউল্লাহ বলেছেন: অহংকার আর সুখ-দুখের ছবি তুলতে গেলে ক্যামেরা যে ডিস্টার্ব করে, তখন!
শুভেচ্ছা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.