![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অহংকার
এম. আব্দুল কাদের ভূঁইয়া
অহংকার মানুষের পরম দুশমন
ভয়ঙ্কর ক্ষতিকর,
থাকে অনিবার্য ধ্বংস সাধনায়
অতিশয় তৎপর।
নিজেকে নিজে বড় বলা আর
অপরে ঈর্ষা হেলা,
দেমাকে গর্বে চলা, অহংকার
তাকেই যায় বলা।
অহংকারী অবৈধ কর্মকাণ্ডে
থাকে সদা মত্ত,
ফলে ঘটে তার অবশ্য পতন
ভোগে প্রায়শ্চিত্ত।
অহংকারী পাপিষ্ট নরাধম
কোথায় তার স্থান,
আর বিনয়ী মানুষ সবার প্রিয়
সর্বত্র সম্মান।
২৪ শে মার্চ, ২০১৮ রাত ১০:৩৯
বিএম বরকতউল্লাহ বলেছেন: এটা বাবার লেখা কবিতা। বাবার চারটি বই এক মলাটে গত বইমেলাতে এসেছে।
আপনার ভাল লেগেছে জেনে খুশি হলাম।
ধন্যবাদ।
২| ২৪ শে মার্চ, ২০১৮ রাত ৯:৫১
রাজীব নুর বলেছেন: আপনার বাবাকে স্যলুট।
২৪ শে মার্চ, ২০১৮ রাত ১০:৪০
বিএম বরকতউল্লাহ বলেছেন: ধন্যবাদ ভাই।
আজ বাবা জীবিত থাকলে আপনাদের এই সম্মান পেয়ে কতই না খুশি হতেন। বাবার কবিতা ভাল লাগায় আমিও অনেক খুশি।
শুভেচ্ছা রইল।
৩| ২৪ শে মার্চ, ২০১৮ রাত ১০:০০
নূর-ই-হাফসা বলেছেন: কথা গুলো বেশ ভালো লাগলো
২৪ শে মার্চ, ২০১৮ রাত ১০:৪২
বিএম বরকতউল্লাহ বলেছেন: বাবা ছিলেন একজন আদর্শ শিক্ষক ও অন্যায়ের প্রতিবাদকারী সফল ব্যক্তি।
বাবার সকল লেখাতেই ন্যায় নীতি বোধের ছাপ বর্তমান।
শুভেচ্ছা রইল।
৪| ২৪ শে মার্চ, ২০১৮ রাত ১০:০৭
ইমরান আল হাদী বলেছেন: আপনার বাবার প্রতি শ্রদ্ধা, ভালোবাসা।
২৪ শে মার্চ, ২০১৮ রাত ১০:৪২
বিএম বরকতউল্লাহ বলেছেন: এতে আমিও সম্মানিত বোধ করছি।
বাবা নেই। থাকলে আপনাদের এই সম্মান পেয়ে খুশিতে আপ্লুত হতেন।
ধন্যবাদ।
৫| ২৪ শে মার্চ, ২০১৮ রাত ১০:৪০
ইউনিয়ন বলেছেন: সুন্দর লিখেছেন।
২৪ শে মার্চ, ২০১৮ রাত ১০:৪৩
বিএম বরকতউল্লাহ বলেছেন: অনেক ধন্যবাদ।
৬| ২৪ শে মার্চ, ২০১৮ রাত ১০:৫৬
যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: শব্দের গাঁথুনি চমৎকার। ভালো অনুভব করলাম। ধন্যবাদ
২৫ শে মার্চ, ২০১৮ সকাল ১০:১৫
বিএম বরকতউল্লাহ বলেছেন: আপনার মন্তব্য পড়ে ভাল লাগল। ধন্যবাদ।
৭| ২৪ শে মার্চ, ২০১৮ রাত ১১:৩৮
যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন:
ছড়া শিল্পী বরকত ভাই
মেধাবী এবং গুণী,
দিনে দুটি কবিতা দিবেন
নইলে হবেন ঋণী।
২৫ শে মার্চ, ২০১৮ সকাল ১০:১৬
বিএম বরকতউল্লাহ বলেছেন: লিখতে গেলে ভাবতে হয়
ভাবার সময় কই
তাইতো আমি মাঝে মাঝে
চুপটি করে রই।
©somewhere in net ltd.
১|
২৪ শে মার্চ, ২০১৮ রাত ৯:৪৬
ইব্রাহীম আই কে বলেছেন: কবিতার ছন্দে অহংকারের সর্বশেষ অবস্থান তুলে ধরলেন। ভালো লাগল।