![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বহুদিন হয় দেখি না তোকে বহু দূরে আছিস পড়ে
এই ভাবি তোর দেখা পেয়ে যাই এই বুঝি দেখি ঘরে।
রাতের বেলা চাঁদের আলোতে মনে মনে ছবি আঁকি
অতীতের সব স্বপ্ন সাধনা অল্পতে দিল ফাঁকি।
দিন চলে যায় দিনের নিয়মে চলে না আমার দেহ
বারবার খালি মনে হয় আহা আমারও আছে কেহ।
শূণ্য ভিটায় জীর্ণ ঘরে একাকী আছি পড়ে
ইঁদুরেরা ছোটে মনে হয় যেন কেউ বা আসে ঘরে।
ব্যর্থ মলিন বিছানা দেখে উপহাস করে হেসো
একটি কথা শুধাব তোমায়, সময় পেলে এসো।
২| ২৫ শে মার্চ, ২০১৮ রাত ১১:০৩
বিএম বরকতউল্লাহ বলেছেন: স্বাগতম।
আপনার ভাল লাগায় আমি আনন্দিত।
৩| ২৫ শে মার্চ, ২০১৮ রাত ১১:৩৫
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
২৫ শে মার্চ, ২০১৮ রাত ১১:৩৮
বিএম বরকতউল্লাহ বলেছেন: আমার শুভেচ্ছাটুকু গ্রহণ করুন।
৪| ২৬ শে মার্চ, ২০১৮ রাত ১২:১৭
যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন:
আসিবাবার পরে সামনে কিছুক্ষণ
ভাস্কর্যের মতো দাড়াবে,
তোমাকে দেখিয়া মোর হৃদয় খানি
স্বর্গ স্বাদে জুড়াবে।
২৬ শে মার্চ, ২০১৮ সকাল ৭:৪০
বিএম বরকতউল্লাহ বলেছেন: চমৎকার!
এ বিষয়ে অমত কার?
ধন্যবাদ।
৫| ২৬ শে মার্চ, ২০১৮ রাত ১২:৩২
নূর-ই-হাফসা বলেছেন: চমৎকার কবিতা ।
২৬ শে মার্চ, ২০১৮ সকাল ৭:৪১
বিএম বরকতউল্লাহ বলেছেন: অনেক ধন্যবাদ।
৬| ২৬ শে মার্চ, ২০১৮ রাত ১:৪৬
ওমেরা বলেছেন: কবিতাটা ভাল লাগল, অনেকটা কবি জসিমুদ্দীনের কবর কবিতার মত লাগল।
৭| ২৬ শে মার্চ, ২০১৮ সকাল ৭:৪১
বিএম বরকতউল্লাহ বলেছেন: আমার শুভেচ্ছা রইল।
©somewhere in net ltd.
১|
২৫ শে মার্চ, ২০১৮ রাত ১০:৫৮
মোঃ মঈনুদ্দিন বলেছেন: অসাম! খুব ভালো লাগলো সুন্দর ভাবনাময় কবিতা। লিখে চলুন সতত।