নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পড়াশোনা করি। লেখালেখি করি। চাকরি করি। লেখালেখি করে পেয়েছি ৩টি পুরস্কার। জাতিসংঘের (ইউনিসেফ) মীনা মিডিয়া এ্যাওয়ার্ড ২০১১ ও ২০১৬ প্রথম পুরস্কার। জাদুর ঘুড়ি ও আকাশ ছোঁয়ার গল্পগ্রন্থের জন্য অধ্যাপক মোহাম্মদ খালেদ শিশুসাহিত্য পুরস্কার ২০১৬।

বিএম বরকতউল্লাহ

জানতে চাই।

বিএম বরকতউল্লাহ › বিস্তারিত পোস্টঃ

ভাবের গান

২৬ শে মার্চ, ২০১৮ রাত ৯:০৩



দে রে, তোর দোতারাটা আমার হাতে দে...
টুন টুনা টুন সুরের তালে ভাবের গান গাই
ভাব না হলে মন-বাগানে কেমনে পাব ঠাঁই।
পথের মাঝে দাঁড়িয়ে বুড়ো পথেই তোলে সুর
তোর দেহ মাঝে সবই আছে যাসনে বহুদূর।

মন্তব্য ৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৬ শে মার্চ, ২০১৮ রাত ৯:২৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন:
বাউল বলেন, দোতারাটা এই যে ধরেন ভাই,
সুখে-দুখে, ধরে বুকে, ভাটিয়ালী আমি গাই।

দোতারাটা হাতে নিয়ে ধরেন একটা গান,
আমি সাথে থাকবো পাশে, মুখে দিয়ে পান।




২৬ শে মার্চ, ২০১৮ রাত ৯:৩৮

বিএম বরকতউল্লাহ বলেছেন: স্বাগতম।
সুন্দর বলেছেন ভাই। ধন্যবাদ।

২| ২৬ শে মার্চ, ২০১৮ রাত ৯:৪৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: নিজেরে খুঁজে পাওয়াই যে সবচেয়ে বড় প্রাপ্তি, তা কয়জনে বুঝি ভাই!!

বাউল বেশে ভালোই বুঝিয়েছেন শ্রদ্ধেয় কবিবর।
ভালো লাগা জানবেন

৩| ২৬ শে মার্চ, ২০১৮ রাত ১০:০৯

সাদা মনের মানুষ বলেছেন: বেশ সুন্দর হয়েছে, ভালোলাগা জানিয়ে গেলাম ভাই।

৪| ২৭ শে মার্চ, ২০১৮ দুপুর ২:২০

রাজীব নুর বলেছেন: চাচার হাতে গিটার।
দোতারা না।
সুন্দর আবেগের প্রকাশ। ভালো লেগেছে।

৫| ২৭ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:৩২

বিএম বরকতউল্লাহ বলেছেন: দুঃখিত সময় মতো জবাব দিতে পারিনি বলে।
আপনাদের মন্তব্যগুলো আমাকে আপ্লুত করে।
শুভেচ্ছা নিবেন।

৬| ২৭ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:২৫

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ।+

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.