নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পড়াশোনা করি। লেখালেখি করি। চাকরি করি। লেখালেখি করে পেয়েছি ৩টি পুরস্কার। জাতিসংঘের (ইউনিসেফ) মীনা মিডিয়া এ্যাওয়ার্ড ২০১১ ও ২০১৬ প্রথম পুরস্কার। জাদুর ঘুড়ি ও আকাশ ছোঁয়ার গল্পগ্রন্থের জন্য অধ্যাপক মোহাম্মদ খালেদ শিশুসাহিত্য পুরস্কার ২০১৬।

বিএম বরকতউল্লাহ

জানতে চাই।

বিএম বরকতউল্লাহ › বিস্তারিত পোস্টঃ

বাবার কবিতা (ষাটের দশকে লেখা)

২৬ শে মার্চ, ২০১৮ রাত ১০:১০

শাস্তি ও মুক্তি
এম. আব্দুল কাদের ভূঁইয়া

বলখের বাদশাহের নাম
মোহাম্মদ ইব্রাহীম আদহাম
বিশাল রাজ্যের অধিপতি তিনি
অজস্র দেৌলত আর নাম।

রাজার খ্যাতি ছিল তাঁর রাজ্যময়
শান শওকত ছিল শাসনের ভয়।

পরম আরামে ছিলেন তিনি
ছিল তাঁর ফুলের বিছানা
তিনি ভিন্ন অন্য কারো শোয়া
ছিল একেবারে মানা।

একদিন খানা খেতে গেলেন বাদশা
বাদীকে রেখে পাহারায়
বাদী ভাবে মনে, কেমন আরাম
শুয়ে দেখি বিছানায়!

এই ফাঁকে বাঁদী শোয় বিছানায়
পরম আরামে সে ঘুমিয়ে পড়ে
বাদশা দেখে বাঁদীর এ কাণ্ড
কী করলেন বাঁদীকে পরে?

তখন বাদশা অতি ক্রোধধভরে
বাঁদীকে করেন বেত্রাঘাত
বাঁদীর দেহে তখন রক্তনদী
বয়ে যায় অকস্মাৎ।

আঘাতে আঘাতে কাঁদে বাঁদী
আর হাসে খলখল
বাদশা বলেন, হাসির কারণ আর
রহস্য খুলে বল।

জাঁহাপনা, সামান্য আরামে এহেন শাস্তি
রক্তাক্ত দেহে মোর, নেই বল
অধীনের প্রতি এমন নিষ্ঠুর হলেন
বিশ্ব প্রভু কি এতই দুর্বল?

কত আরাম উপভোগ করেছেন জীবনে
কী হবে তার গতি
ভেবে দেখুন আপন মনে, কী হবে
এর শেষ পরিণতি!

বাদশা ভেবে চিন্তে বলে, হা বটে তা
এখন উপায় কি করি হায়!
সাথে সাথে মুুক্তি দিয়ে বাদশা বাঁদীকে
খোঁজেন নিজ মুক্তির উপায়!!


মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে মার্চ, ২০১৮ রাত ১:১৩

ভ্রমরের ডানা বলেছেন:





মুক্তির উপায় বাদশা খুঁজেছেন এটাই বিশাল ব্যাপার। আধুনিক কালে এসবের হিসেব কেউ রাখে....




অসাধারণ কবিতা। যেমন ছন্দ তেমনি মেলবন্ধ! চমৎকার!

২৭ শে মার্চ, ২০১৮ সকাল ৭:৫২

বিএম বরকতউল্লাহ বলেছেন: ঠিকই বলেছেন ভাই।
আমার শুভেচ্ছা রইল।

২| ২৭ শে মার্চ, ২০১৮ রাত ১:২৮

নূর-ই-হাফসা বলেছেন: বাবা আর ছেলে কবি তাহলে ,বেশ ভালো কিন্তু ।
আপনার বাবা অনেক ভালো লিখেন ।

২৭ শে মার্চ, ২০১৮ সকাল ৭:৫২

বিএম বরকতউল্লাহ বলেছেন: বাবার কাছেই আমার লেখালেখির হাতখড়ি।
শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.