নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পড়াশোনা করি। লেখালেখি করি। চাকরি করি। লেখালেখি করে পেয়েছি ৩টি পুরস্কার। জাতিসংঘের (ইউনিসেফ) মীনা মিডিয়া এ্যাওয়ার্ড ২০১১ ও ২০১৬ প্রথম পুরস্কার। জাদুর ঘুড়ি ও আকাশ ছোঁয়ার গল্পগ্রন্থের জন্য অধ্যাপক মোহাম্মদ খালেদ শিশুসাহিত্য পুরস্কার ২০১৬।

বিএম বরকতউল্লাহ

জানতে চাই।

বিএম বরকতউল্লাহ › বিস্তারিত পোস্টঃ

ঘরপালানো খোকা

২৭ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:১২

খোকাবাবু রাগ করে ছেড়েছে বাড়ি
ষ্টেশানে এসে খোকা, চড়েছে গাড়ি
টিটি এসে বলে ভাই, দেন তো টিকেট
হাতিয়ে মাতিয়ে বলে, কেটেছে পকেট!

চোখ তুলে কপালে টিটি সাব ক‘ন
বলেন কি ভাইসাব, কেটেছে কখন?
বাড়িছাড়া খোকাবাবু রেগে মেগে চুপ
কোন সে মায়ের ধন মায়া লাগে খুব।

যাবে কোথা খোকাবাবু নাই তার দিশ
ক্ষুধাতুর খোকা বাবু করে নিসপিস।
ষ্টেশানে ষ্টেশানে গাড়ি থেমে থেমে যায়
উদাসীন চোখ মেলে বাহিরে তাকায়।

যায় গাড়ি যত দূরে কান্না আসে
একটিও চেনা মুখ নাই যে পাশে
বারবার মনে পড়ে বকুনি মায়ের
ডাকে বুঝি ছোট ভাই আবুল খায়ের।

ক্ষুধাতুর খোকাবাবু মনে মনে কয়
মাগো তুমি কত দূরে, লাগে মনে ভয়!
গাড়ি যে থামে না আর চলে গড় গড়
পেছনে ফেলে রেখে চেনা বাড়ি ঘর।

মন তার কেঁদে ওঠে বাড়িতে যাবার
মায়ের আদর আর মেলেনি খাবার।
পাড়ার লোকেরা সব খুঁজে হয়রান
কেঁদে কেঁদে খোকাবাবু করে অভিমান।

দেশ ঘুরে রেলগাড়ি ফিরেছে গ্রামে
জবুথবু খোকাবাবু কষ্টেতে নামে
ভিড় ঠেলে মা এসে খাবলে ধরে-
কোথা ছিলি বাবা তুই, পাই না তরে!

মন্তব্য ৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৭ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:১৭

ওমেরা বলেছেন: ওমা —— গো যাক শেষ পর্যন্ত খোকা বাবু মায়ের কোলে ফিরে এল । ধন্যবাদ ভাইয়া।

২| ২৭ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৫১

বিএম বরকতউল্লাহ বলেছেন: ভয় পেয়েছিলেন বুঝি!

ধন্যবাদ।

৩| ২৭ শে মার্চ, ২০১৮ রাত ৮:২৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: একদম ঘর পালানো ছেলের গল্প, মিলে গেছে আপনার কাব্যের সাথে।

আমি কয়েকবার পালিয়ে ছিলাম বাড়ি থেকে, থাকতে পারিনি, দু একদিন পর আর না ফিরে উপায় নেই। এখন মনে হলে হাসি নিজে নিজেই হা হা হা।

ছড়ায় ভালো লাগা জানবেন, চমৎকার ছড়া

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.