নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পড়াশোনা করি। লেখালেখি করি। চাকরি করি। লেখালেখি করে পেয়েছি ৩টি পুরস্কার। জাতিসংঘের (ইউনিসেফ) মীনা মিডিয়া এ্যাওয়ার্ড ২০১১ ও ২০১৬ প্রথম পুরস্কার। জাদুর ঘুড়ি ও আকাশ ছোঁয়ার গল্পগ্রন্থের জন্য অধ্যাপক মোহাম্মদ খালেদ শিশুসাহিত্য পুরস্কার ২০১৬।

বিএম বরকতউল্লাহ

জানতে চাই।

বিএম বরকতউল্লাহ › বিস্তারিত পোস্টঃ

ছিন্ন পথের কলি

২৭ শে মার্চ, ২০১৮ রাত ৯:১৩



ফুলের কলি ফুল হলো কই, অকালে যায় ঝরে
পথের শিশুরা পথ না পেয়ে, পথেই যায় মরে।

নেশার ছোবল ওদের গায়ে, পায়ে পায়ে মরণ
নিজের হাতেই অবুঝ শিশু, বিষ করেছে বরণ।

কেউ কি দেখার নেই? থাকবে না কেন্, আছে
স্বপ্নডালা সাজিয়ে যখন আসবে তাদের কাছে;

দেখবে তখন পড়ে আছে, ছিন্ন পথের কলি
পথশিশুরা পথ না পেয়ে, পথেই হয় বলি।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৭ শে মার্চ, ২০১৮ রাত ৯:২০

চাঁদগাজী বলেছেন:


এগুলো পথের কলি নয়, সরকার, প্রশাসন ও জাতির অপরাধের স্বাক্ষর।

২৭ শে মার্চ, ২০১৮ রাত ৯:২৮

বিএম বরকতউল্লাহ বলেছেন: একেবারে ফেলনা কথা না।

ধন্যবাদ।

২| ২৭ শে মার্চ, ২০১৮ রাত ৯:২৩

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: বিএম বরকত ভাই!!!:)

প্রোপিক চেন্জ করলেন কবে????
ছবিটা কত সালের????

২৭ শে মার্চ, ২০১৮ রাত ৯:৩০

বিএম বরকতউল্লাহ বলেছেন: ভাই এইমাত্র চেইঞ্জ করলাম।
পেয়ে গেলাম ১৯৯৫ সালের দিকের পুরনো একটা ছবি। মন চাইল আর দিয়ে দিলাম।

৩| ২৭ শে মার্চ, ২০১৮ রাত ৯:৩১

আকতার আর হোসাইন বলেছেন: ঠিক বলেছেন ভাই..


আমাদের উচিৎ, এসব পথ শিশুদের সঠিক শিক্ষিত করার একটি প্লাটফর্ম তৈরি করে দেয়ার..যাতে তারাও স্বপ্ন দেখতে পারে..

২৭ শে মার্চ, ২০১৮ রাত ১০:৫৭

বিএম বরকতউল্লাহ বলেছেন: ঠিকই বলেছেন। কিন্তু বিড়ালের গলায় ঘন্টি .... কে?
শুভকামনা।

৪| ২৭ শে মার্চ, ২০১৮ রাত ৯:৪৬

নিকোলাস- রাহাদ বলেছেন: ভালই বলেছেন, কিন্তু সরকার বা প্রশাসন এদের জন্য ব্যাবস্থা না নিলে হাজার লিখেও লাভ হবে না....

২৭ শে মার্চ, ২০১৮ রাত ১০:৫৭

বিএম বরকতউল্লাহ বলেছেন: সরকার যদি জনগণের প্রস্তাব পরামর্শ নিতো তাহলে এমনটি হতোনা। দুঃখ তো এখানেই।
ধন্যবাদ।

৫| ২৭ শে মার্চ, ২০১৮ রাত ৯:৫৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনার বিষয় ভিত্তিক কাব্য বিষয়টা দারুন!

নতুন প্রো-পিকের শুভেচ্ছা :)

+++

২৭ শে মার্চ, ২০১৮ রাত ১০:৫৮

বিএম বরকতউল্লাহ বলেছেন: পাঠকের ভাল লাগলে লেখক হিসেবে খুব শান্তি পাই।
ধন্যবাদ।

৬| ২৭ শে মার্চ, ২০১৮ রাত ১০:৪৪

রাজীব নুর বলেছেন: আমি চাই এইপথ কলিরা দেশের সব দুষ্টলোকদের গলা টিপে মেরে ফেলুক।

২৭ শে মার্চ, ২০১৮ রাত ১১:০০

বিএম বরকতউল্লাহ বলেছেন: রাজীব ভাই দুষ্টলোকদের কি এরা মারতে পারবে? আর মেরে ফেলা কি ঠিক সমাধান?
দায়িত্ববানদের এগিয়ে আসতে হবে।
শুভেচ্ছা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.