![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রাথমিক শিক্ষা
এম. আব্দুল কাদের ভূঁইয়া
প্রাথমিক শিক্ষা শিশুদের জন্য
গুরুত্বপূর্ণ অতি
এ শিক্ষাই নির্ণয় করে দেয়
শিশুদের ভবিষ্যৎ গতি।
ইমারত যত হোক না বড়
ভিৎ হলে নড়বড়ে
হয় না স্থায়ী সেই ইমারত
ভেঙ্গেচূড়ে পড়ে।
প্রাথমিক শিক্ষা হতে হবে
সবার চেয়ে ভালো
এতেই থাকে শিশুর স্বপ্ন
সামনে চলার আলো।
এ শিক্ষায় থাকলে গলদ
কষ্টে চলে পথ
চলতে পথে অনেক বাধা
অনিশ্চিত ভবিষ্যৎ।
জাগাতে হবে শিশুর মনে
জয় করবার আশা
বাধা বিঘ্নে থামবে কেন
থাকবে না হতাশা!
বিকাশ ঘটায় শিশুমনের
এমন পরিবেশ
পেলেই তারা গড়ে তুলবে
সোনার বাংলাদেশ।
২| ২৮ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:৫৬
মোস্তফা সোহেল বলেছেন: বর্তমানে আমাদের শিক্ষা ব্যবস্থায় গোড়ায় গলদ।
ছড়া ভাল হয়েছে।
৩| ২৮ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:৫৭
তারেক_মাহমুদ বলেছেন: আপনার বাবার লেখা আপনার মতই চমৎকার।
৪| ২৮ শে মার্চ, ২০১৮ দুপুর ১:২৫
ওমেরা বলেছেন: বাপকা বেটা !! আপনিও ভাল লিখেন, আর এটা আপনি জেনেটিক্যালি পেয়েছেন ।
৫| ২৮ শে মার্চ, ২০১৮ দুপুর ১:২৯
সালাউদ্দিন শাহরিয়া বলেছেন: দারুণ হয়েছে।
৬| ২৮ শে মার্চ, ২০১৮ দুপুর ১:৩৪
করুণাধারা বলেছেন: কবিতাটা পড়তে পড়তে ভাবছিলাম আপনি হঠাৎ অন্যরকম লিখলেন কেন! পরে দেখলাম আপনার বাবার লেখা, আপনার বাবার লেখার সাথে পরিচিত খুব ভালো লাগলো।
৭| ২৮ শে মার্চ, ২০১৮ দুপুর ১:৫৫
ঠাকুরমাহমুদ বলেছেন: আপনার বাবার প্রতি রইলো অনেক অনেক সম্মান শ্রদ্ধা আর সালাম তিনি যেখানেই থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন এই দোয়া ।
৮| ২৮ শে মার্চ, ২০১৮ দুপুর ১:৫৭
কামরুননাহার কলি বলেছেন: ভালো লাগলো ভাইয়া। আপনার বাবার প্রতি অনেক অনেক শুভেচ্ছা রইলো।
৯| ২৮ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:৩১
বিএম বরকতউল্লাহ বলেছেন: সত্যিই আমি অভিভূত এবং মুগ্ধ আপনাদের মূল্যবান মন্তব্যগুলো পড়ে।
আজ বাবা থাকতেন তাহলে আপনাদের এই আবেগমিশ্রিত ভালবাসা পেয়ে ধন্য হতেন।
আমি সবার জবাব আলাদা ভাবে দিতে পারিনি বলে লজ্জিত ও দুঃখিত।
সবাইকে প্রাণঢালা শুভেচ্ছা জানাই।
©somewhere in net ltd.
১|
২৮ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:৫৪
তারেক ফাহিম বলেছেন: আপনার বাবা রচনা করছেন?
সুন্দর হয়েছে।