নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পড়াশোনা করি। লেখালেখি করি। চাকরি করি। লেখালেখি করে পেয়েছি ৩টি পুরস্কার। জাতিসংঘের (ইউনিসেফ) মীনা মিডিয়া এ্যাওয়ার্ড ২০১১ ও ২০১৬ প্রথম পুরস্কার। জাদুর ঘুড়ি ও আকাশ ছোঁয়ার গল্পগ্রন্থের জন্য অধ্যাপক মোহাম্মদ খালেদ শিশুসাহিত্য পুরস্কার ২০১৬।

বিএম বরকতউল্লাহ

জানতে চাই।

বিএম বরকতউল্লাহ › বিস্তারিত পোস্টঃ

বিচ্ছেদ (ছিটমহল ভাগ হওয়ার পর)

৩০ শে মার্চ, ২০১৮ রাত ৯:০৬


তাঁরা ছিল পাশাপাশি বড় প্রতিবেশি
ভাগ্যের দোলাচালে হলো দুই দেশি
দুই দেশে দুই দল ভাগ হয়ে যায়
কেঁদেকেটে হয়রান নিয়েছে বিদায়।

কত স্মৃতি হাসি দুখ ক্ষনে ক্ষনে ভাসে
সুখে দুখে চোখ মেলে পাবেনারে পাশে
শেষ দেখা শেষ ছোঁয়া শেষ মাখামাখি
মানুষেরা মাঝে মাঝে হয়ে যায় পাখি!

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ৩০ শে মার্চ, ২০১৮ রাত ৯:২৬

রূপক বিধৌত সাধু বলেছেন: দেশভাগও একটা বিরাট ট্রাজেডি ছিল। একই দেশের মানুষ অথচ একটা সময় পর এক দেশ দুই দেশ হয়ে যায়।

৩০ শে মার্চ, ২০১৮ রাত ১০:৩৫

বিএম বরকতউল্লাহ বলেছেন: স্বাগতম।
এ দুটো ছবি দেখে ভাবলাম কতক্ষণ। এরা প্রতিবেশী। ভাগ হয়ে দুদিকে চলে যাচ্ছে,
বহু বছরের সম্পর্ক ছেদ করে। হয়তো আর কোনোদিন দেখা হবে না। কত কষ্ট।
ভাল থাকবেন।

২| ৩০ শে মার্চ, ২০১৮ রাত ১০:৩১

আহমেদ জী এস বলেছেন: বিএম বরকতউল্লাহ ,




সুন্দর ভাবে বিচ্ছেদ এর ছবি এঁকেছেন কবিতায় । সীমানা টেনে মাটিকে আলাদা করা যায় বটে মনের জমিনেও কি সীমানার বেড়া তোলা যায় ? পাখির আকাশে ওড়ার মতোই তা সীমানা বিহীন ।

৩০ শে মার্চ, ২০১৮ রাত ১০:৩৬

বিএম বরকতউল্লাহ বলেছেন: স্বাগতম।
ঠিকই বলেছেন। আলাদা করা যায় না।
মানুষ পাখিদের মতই উড়ে বেড়ায়...।
ধন্যবাদ।

৩| ৩০ শে মার্চ, ২০১৮ রাত ১১:১৬

মনিরা সুলতানা বলেছেন: খুব ভালো লাগোল ।

৩১ শে মার্চ, ২০১৮ সকাল ১১:১৪

বিএম বরকতউল্লাহ বলেছেন: স্বাগতম।
আপনাকে অনেক ধন্যবাদ।

৪| ৩০ শে মার্চ, ২০১৮ রাত ১১:৩৩

পদাতিক চৌধুরি বলেছেন: তরুণ কবি অন্তর ছুয়ে গেল।দেশ ভাগের যন্ত্রনা।ভাল থাকুন।

৩১ শে মার্চ, ২০১৮ সকাল ১১:১৫

বিএম বরকতউল্লাহ বলেছেন: এটা অন্তর ছুঁয়ে যাওয়ার মতই একটা ঘটনা।
আপনার অন্তর ছুঁয়েছে জেনে ভাল লাগছে।
ধন্যবাদ।

৫| ৩১ শে মার্চ, ২০১৮ রাত ১:১২

চাঁদগাজী বলেছেন:


সীমান্ত, এক সময় মানুষের হৃদয়ে আঘাত করেছিলো, এখন মানুষ সেটা থেকে মুক্তি পাচ্ছে।

৩১ শে মার্চ, ২০১৮ সকাল ১১:১৬

বিএম বরকতউল্লাহ বলেছেন: ঠিকই বলেছেন। মুক্তি।
আমার শুভেচ্ছা রইল।

৬| ৩১ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:০৯

কালীদাস বলেছেন: বিষাদের সুরটা স্পষ্ট। জিনিষটা বিষাদেরই অবশ্য।
ভাল :(

৭| ১৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১:৫১

জহিরুল ইসলাম সেতু বলেছেন: দেশ বিভাগ অন্তরকেও বিদীর্ণ করে। বৃটিশরাই এখানে এই অপকর্মের হোতা। তাদের সঙ্গী হয়েছিল দুই ক্ষমতালোভী নেহেরু আর জিন্নাহ, পাপের ভাগিদারিত্বে সমর্থন দিয়েছে গান্ধী। ঘৃণা এদের সকলের প্রতি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.