![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দিন কেটে যায় সন্ধ্যা হলো
রাত কেটে হয় ভোর
কত রাত আমি জেগে জেগে থাকি
হেঁটে যাই বহু দূর।
পথে পথে হাঁটি ছুঁয়ে ছুঁয়ে মাটি
হিসেব মেলে না করি কাটাকাটি
যোগ-বিয়োগে পুরণ-ভাগে
অংক কষে দূরাশা জাগে
কোথায় যেন ভুল থেকে যায়
মনেতে পাই না জোর।
অতঃপর আমি হিসেবের খাতা
মিলিয়ে দেখেছি সবক'টি পাতা
সব কিছু আছে ঠিক ঠাক তবে
ফলাফল বহু দূর!!
২| ৩১ শে মার্চ, ২০১৮ রাত ৯:২৭
ফকির আবদুল মালেক বলেছেন: যতদূর সামনে যাই পেছনে কয়েকগুণ
বড় সংখ্যাকে দিলেম যেন শূন্য দিয়ে গুণ।
৩| ৩১ শে মার্চ, ২০১৮ রাত ৯:৩৩
সম্রাট ইজ বেস্ট বলেছেন: কবিতা সুন্দর হয়েছে। ভাল লাগল।
৪| ৩১ শে মার্চ, ২০১৮ রাত ৯:৩৩
ব্লগার_প্রান্ত বলেছেন: চলুক সফর...
৫| ৩১ শে মার্চ, ২০১৮ রাত ৯:৩৪
মঈনউদ্দিন বলেছেন: চমৎকার, ভালো লাগছে
৬| ৩১ শে মার্চ, ২০১৮ রাত ৯:৩৬
বিদ্রোহী ভৃগু বলেছেন:
মিলে যাবে সকল ফলাফল
আপনারে আপনি চিনিলে
সকল ভুল ফুল হয়ে যাবে
নিজেরে, আপ স্বরুপে পাইলে
+++
৭| ৩১ শে মার্চ, ২০১৮ রাত ৯:৪১
চাঁদগাজী বলেছেন:
১ম লাইনের গঠনে কিছুটা গরমিল আছে, বাক্যে; ঐ লাইন ও ২য় লাইনের সিনটেকটিক গঠন একইভাবে হওয়ার দরকার।
৮| ৩১ শে মার্চ, ২০১৮ রাত ৯:৫৪
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: যোগ-বিয়োগে পুরণ-ভাগে
পুরণ কী??
৯| ৩১ শে মার্চ, ২০১৮ রাত ১০:২০
পদাতিক চৌধুরি বলেছেন: বাহা! সুন্দর গাণিতিক হিসাব।তবে এ ফল পূর্ণ হতে বাধ্য।
১০| ৩১ শে মার্চ, ২০১৮ রাত ১০:২৩
মামুনুর রহমান খাঁন বলেছেন: ভাল লাগল
১১| ৩১ শে মার্চ, ২০১৮ রাত ১১:৩১
নূর-ই-হাফসা বলেছেন: সুন্দর লিখেছেন । ভালো লাগলো
১২| ০১ লা এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৩৪
বিএম বরকতউল্লাহ বলেছেন: যথাসময়ে যথাযথভাবে সকলের মন্তব্যের জবাব দিতে পারিনি বলে দুঃখিত।
সবাইকে আমার শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাচ্ছি। ভাল থাকবেন।
©somewhere in net ltd.
১|
৩১ শে মার্চ, ২০১৮ রাত ৯:২১
সৈয়দ তাজুল বলেছেন: ভাল লেগেছে কবি সাহেব।
প্লাস+++