![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হিজড়া নেমেছে পথে...
চাওয়ার সাথে দিয়ে দাও তারে
ছাড়বে না কোনোমতে।
এদিক সেদিক যেই করেছো
লজ্জা শরমে খুব মরেছো
নাকের ডগায় তালি বাজিয়ে
হাত বাড়াবে ইজ্জতে।
কাজ করে খাও দিকি
নিবি নাকি বল ঘরেতে তোর?
কাজ করিব সন্ধ্যা ও ভোর
কড়কড়ে নোট হাতে তুলে দিবি
নামবো না আর পথে।
উত্তরবিহীন প্রশ্নগুলি
গাড়ির চাকায় উড়ায়ে ধুলি
আকাশে বাতাসে উড়ে বেড়ায়
বিমূর্ত এক রথে।
০৪ ঠা এপ্রিল, ২০১৮ বিকাল ৫:০৬
বিএম বরকতউল্লাহ বলেছেন: স্বাগতম।
আমি আনন্দিত। ভাল থাকবেন।
ধন্যবাদ।
২| ০৪ ঠা এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:২৪
তারেক_মাহমুদ বলেছেন: হিজড়াদের কর্ম সংস্থানের ব্যবস্থা করা উচিত।
৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৮ রাত ৮:২৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: সম সাময়িক এক মহামারী সমস্যাকে ছড়ায় দারুন তুলে এনেছেন!
++++
৪| ০৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:৩৫
শাহিন বিন রফিক বলেছেন: এরা পুরাই নাছোড় বান্দা, একবার ধরলে টাকা না দিলে ছাড় নাই।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা এপ্রিল, ২০১৮ বিকাল ৫:০১
Sujon Mahmud বলেছেন: সুন্দর লেখনি