![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটুখানি বৃষ্টি হলো একটু জুড়ায় প্রাণ
গাছের পাতা নড়ে চড়ে যেই ধরেছে গান
গানের তালে নূপুর পায়ে বৃষ্টি পড়ে টুপ
বাইরে থেকে বিড়ালছানা ঘরে এসেই চুপ।
দেৌড়ে গেলো খোকন সোনা বৃষ্টিভেজা ছাদে
বায়না ধরে ছোট্ট খুকী ঘরে বসে কাঁদে।
কাঁদিস কেনো, ছাদে যাবি? ওমনি দিল হাসি
নেমে এলো মাথার ওপর বৃষ্টি রাশি রাশি।
০৭ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৪৯
বিএম বরকতউল্লাহ বলেছেন: ঠিক বলেছেন।
শিশুরা প্রকৃতির আনন্দময় নির্মল সন্তান।
ধন্যবাদ।
২| ০৭ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৩৪
দৃষ্টিসীমানা বলেছেন: ভাল লাগা রইল ।
০৭ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৪৯
বিএম বরকতউল্লাহ বলেছেন: আমি আনন্দিত।
শুভেচ্ছা নিবেন।
৩| ০৭ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৪০
নূর-ই-হাফসা বলেছেন: ছবি আর কবিতা চমৎকার ।
বর্তমান প্রকৃতির জন্য দারুন
০৭ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৫০
বিএম বরকতউল্লাহ বলেছেন: বাদলদিনের ছড়া।
আপনার ভাল লেগেছে জেনে আমি খুশি।
ধন্যবাদ।
৪| ০৭ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৪৮
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
আমি ব্লগে মনে মনে যে ক'জনের পোষ্টের অপেক্ষায় থাকি তার মধ্যে আপনি একজন।
০৭ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৫১
বিএম বরকতউল্লাহ বলেছেন: সময় পাইনা। যতটুকু পাই আগে পড়ে নিই।
সকলেরই প্রিয় কেউ না কেউ থাকে।
শুভেচ্ছা রইল।
৫| ০৭ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:০৯
সনেট কবি বলেছেন: চমৎকার কবিতা।
০৮ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:৫২
বিএম বরকতউল্লাহ বলেছেন: সনেট কবি আপনাকে অনেক ধন্যবাদ। ভাল থাকবেন।
৬| ০৮ ই এপ্রিল, ২০১৮ রাত ৩:৪৬
সিসৃক্ষু বলেছেন: দ্বিতীয় লাইনটা বুঝলাম না। গাছের পাতা নড়ে চড়ে গান ধরল কিভাবে? নাচ হলে না হয় মানা যেত কিছুটা।
০৮ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:৫৫
বিএম বরকতউল্লাহ বলেছেন: স্বাগতম।
গানের যে তাল তা নড়াচড়া না করে ঠিক মতো হয়ে ওঠে না।
আপনাকে ধন্যবাদ।
৭| ০৮ ই এপ্রিল, ২০১৮ ভোর ৬:৩৫
জগতারন বলেছেন:
গাজী'সাহের মন্তব্যে লাইক দিলাম।
সুন্দর মন্তব্য!
৮| ০৮ ই এপ্রিল, ২০১৮ ভোর ৬:৪৩
জগতারন বলেছেন:
গাছের পাতা নড়ে চড়ে যেই ধরেছে গান
এখানে মনে হয়; বৃষ্টির রীম ঝীম' শব্দের কথা বলা হয়েছে।
কবি রূপক অর্থে গান শব্দ ব্যাবহার করেছেন। @সিসৃক্ষু
কবিতাটি আমার খুব ভাল লাগলো।
কবির প্রতি আমার অভিন্দন ও সুভেচ্চছা রহিল।
০৮ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:৫৭
বিএম বরকতউল্লাহ বলেছেন: স্বাগতম।
আপনার ভাল লাগায় আমি আনন্দিত হলাম।
ছড়া বা শিশুসাহিত্য সব বয়সের মানুশের মনকে নাড়া দিয়ে যায়।
শুভেচ্ছা রইল।
৯| ০৯ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:০৪
পদাতিক চৌধুরি বলেছেন: খুব সুন্দর তরুণ কবিকে অনেক ধন্যবাদ।আহা! এমনই শ্রাবণী দিনে বৃষ্টিতে ভিজে কী মজাই না আমরা একসময় পেতাম।
©somewhere in net ltd.
১|
০৭ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:২৯
চাঁদগাজী বলেছেন:
বাদল দিনে শিশুরা প্রকৃতির সন্তানের মতো