![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আধখানা চাঁদ দেখে কোলের খোকা
কেঁদে-কেটে হয়রান যায় না রোখা।
চাঁদ কেনো আধখানা বাকিখানা কই
এই নিয়ে মা’র সাথে করে হই চই।
বাবা এসে বলে খোকা, কান্না থামাও
পারো যদি চাঁদটাকে নিচেতে নামাও
ডেকে ডেকে হয়রান চাঁদ কি আসে
চাঁদমামা দূরে থেকে মুচকি হাসে।
২| ০৯ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:০৩
বিএম বরকতউল্লাহ বলেছেন: আমি আনন্দিত।
আমার শুভেচ্ছা রইল।
৩| ০৯ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:০৯
যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: আপনি খুব ছোট করে ছড়া লেখেন। ছড়া আর একটু বড় হলে আরো মজা পেতাম।
১০ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:২১
বিএম বরকতউল্লাহ বলেছেন: ছড়ার শরীর ছোট-শক্তি অনেক।
ছড়ার অবয়ব ছোট থাকাটাই বাঞ্ছনীয়।
ছড়া বড় করতে গেলে লেককের যেমন তাল ঠিক থাকবে না পাঠকেরও থাকবে না মনযোগ।
আপনাকে ধন্যবাদ।
৪| ০৯ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:১৫
তারেক ফাহিম বলেছেন: বরাবরের মতই ভালো হল।
১০ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:২২
বিএম বরকতউল্লাহ বলেছেন: আমার শুভেচ্ছা নিন।
৫| ০৯ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:১৭
অর্ক বলেছেন: অপূর্ব! নিটোল ভালোলাগা। ছোট্ট ছড়ার পুরো একটা গল্পই বলে গেলেন যেন। শুভেচ্ছা গ্রহণ করুন।
১০ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:২৪
বিএম বরকতউল্লাহ বলেছেন: ঠিকই বলেছেন। ছোট ছড়ার ভাঁজে বড় গল্প থাকে।
সেই গল্প যে-যেভাবে বে্ঝে সেভাবেই তার আনন্দ।
ভাল থাকবেন। ধন্যবাদ।
৬| ১০ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:২৭
পদাতিক চৌধুরি বলেছেন: বাহা! চমৎকার। ভীষণ সুন্দর। এখন দেখছি,শুধু ছোটরা নয়,আমরাও আপনার ফ্যান হয়ে গেলাম।
১০ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:০৭
বিএম বরকতউল্লাহ বলেছেন: আপনাকে ফ্যান হিসেবে পেয়ে আমি আনন্দিত।
ভাল থাকবেন।
©somewhere in net ltd.
১|
০৯ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:০২
আবু আফিয়া বলেছেন: চমৎকার ছড়া, ধন্যবাদ না জানিয়ে পারছি না, ভাল থাকুন