![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যি যদি চলেই আস তুমি
গাঁটরি বোঁচকা শক্ত করে বাঁধো
রওনা দেয়ার ঘন্টাখানেক আগে
খিল লাগিয়ে ইচ্ছেমতো কাঁদো।
কাঁদার পরে হালকা দেহ মনে
ইচ্ছে হলে উড়াল দিতে পারো
মনটা তোমার শক্ত করে আরো
বাপের বাড়ি চিরতরে ছাড়ো।
বাড়ি ছাড়ে একটি মেয়ে, সামনে প্রেমিক বর
সরে গেল পেছন থেকে, বাবা-মায়ের ঘর।
যতই যায় সামনে দেখে, ধূ-ধূ মরুভূমি
ভাঙাস্বরে চেঁচায় মেয়ে, কোথায় গেলে তুমি!
পায় না দেখা প্রেমিকবরের
থমকে পথে দাঁড়ায়
পেছন থেকে ভেজা চোখে
বাবা হাতটা বাড়ায়।
১০ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:২৬
বিএম বরকতউল্লাহ বলেছেন: আমার শুভেচ্ছা নিন।
২| ১০ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:২৩
শাহিন বিন রফিক বলেছেন: ভাল লাগল আপনার কবিতাটি।
১০ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:২৭
বিএম বরকতউল্লাহ বলেছেন: স্বাগতম।
আমি আনন্দিত।
অনেক ধন্যবাদ।
৩| ১০ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৪৬
চাঁদগাজী বলেছেন:
বাংলাদেশের প্রেমিকদের উপর আস্হা রাখা যায়?
১০ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:০০
বিএম বরকতউল্লাহ বলেছেন: বলেন কি!
বাংলাদেশের মতো এতো নির্মল ভালোবাসাবাসি জগতে দ্বিতীয়টি আছে?
শুভকামনা।
৪| ১০ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৫৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব সুন্দর কাব্য, ভালো লাগলো কবিবর
১০ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:০১
বিএম বরকতউল্লাহ বলেছেন: আপনার ভাল লাগায় আমি আনন্দিত।
ধন্যবাদ।
৫| ১১ ই এপ্রিল, ২০১৮ ভোর ৬:১২
পদাতিক চৌধুরি বলেছেন: মোহিত হলাম। শুভ কামনা নিরন্তর।
©somewhere in net ltd.
১|
১০ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:১৮
আবু আফিয়া বলেছেন: ভাল লাগল, ধন্যবাদ