![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হা হা ব্যাপারখানা
সত্যি অপরূপ
তুমি যখন কথা বল
আমি থাকি চুপ।
ঘরে এসে গভীর রাতে
বন্ধু এবং নেশার সাথে
আদেশ পেলেই পাঁচ মিনিটে
বানিয়ে ফেলি স্যুপ।
গভীর ঘোমে আবোল-তাবোল
স্বপ্নে আমায় ডাকলে কেবল
ধড়ফড়িয়ে উঠেই আমি
দেখি তোমার রূপ!
আদর করে দুটি কথা
ভেঙ্গে দিলাম নীরবতা
মোচড় দিয়ে উঠেই তুমি
বললে আমায়, চুপ।
অনাদরে গভীর রাতে
ঠাণ্ডা হলো স্যুপ!!
১২ ই এপ্রিল, ২০১৮ সকাল ৮:০৭
বিএম বরকতউল্লাহ বলেছেন: স্বাগতম।
আপনার আগমনে আমি আনন্দিত। ভাল থাকবেন।
২| ১১ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:২৭
আবু আফিয়া বলেছেন: ভাল লাগল, ধন্যবাদ
১২ ই এপ্রিল, ২০১৮ সকাল ৮:০৮
বিএম বরকতউল্লাহ বলেছেন: আমার শুভেচ্ছা নিন।
৩| ১১ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৪৩
সোহাগ তানভীর সাকিব বলেছেন: মজাদার রসাল কবিতা। বেশ ভালো লেগেছে।
১২ ই এপ্রিল, ২০১৮ সকাল ৮:০৯
বিএম বরকতউল্লাহ বলেছেন: সাকিব ভাইয়ের আগমন
শুভেচ্ছা স্বাগতম।
ধন্যবাদ নিন।
৪| ১১ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৪৫
ব্লগার_প্রান্ত বলেছেন: সমস্যা নাই। সকাল বেলা গরম করে খেয়ে নিয়েন
১২ ই এপ্রিল, ২০১৮ সকাল ৮:০৯
বিএম বরকতউল্লাহ বলেছেন: স্বাগতম।
সকালে?
স্যুপ একবার ঠান্ডা হলে আর...
৫| ১১ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:০২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগলো ভাবির প্যাদানি খাওয়ার বর্ণনা, হা হা হা।
সুন্দর কবিতা উপহার দিলেন ভাই।
১২ ই এপ্রিল, ২০১৮ সকাল ৮:১০
বিএম বরকতউল্লাহ বলেছেন: ভাল লাগল। ভাল থাকবেন। শুভেচ্ছা।
৬| ১১ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:১৩
রাজীব নুর বলেছেন: স্যুপ ঠান্ডা একেবারেই খাওয়া যায় না।
১২ ই এপ্রিল, ২০১৮ সকাল ৮:১১
বিএম বরকতউল্লাহ বলেছেন: আপনার স্যুপও ঠান্ডা হয় নাকি?
শুভেচ্ছা রইল।
৭| ১১ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:০৬
নূর-ই-হাফসা বলেছেন: দারুণ লিখেছেন । বেশ ভালো লাগলো
১২ ই এপ্রিল, ২০১৮ সকাল ৮:১২
বিএম বরকতউল্লাহ বলেছেন: আমার প্রীতি নিন।
©somewhere in net ltd.
১|
১১ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:১৯
কাওসার চৌধুরী বলেছেন:
ধড়ফড়িয়ে উঠেই আমি
দেখি তোমার রূপ!
........................... দারুণ লেখেছেন।
আমার ব্লগে স্বাগতম।