![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বড় হতে হতে ছোট হয়ে যায়
তবু বলে আরো চাই
আছে তার যত চাই আরো তত
সারাদিন খাই খাই।
দেখে মনে হয় মেটে না ক্ষুধা
চারপাশে তার অমৃত সুধা
কোনে কিছুতেই না নেই তার
সব কিছু তার চাই।
হঠাৎ তাহার ব্যামো হলো খুব
হিসেবের খাতায় শুয়ে দেয় ডুব
কতটা তার নিজের হয়েছে কতটা রয়েছে বাইরে
হিসেবের খাতা পাশে পড়ে থাকে আয়ু বুঝি আর নাইরে!
১২ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:১৫
বিএম বরকতউল্লাহ বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ।
২| ১২ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:০২
ব্লগার_প্রান্ত বলেছেন: কে জানে কার হিসেব কখন শেষ হয়ে যায়।
১২ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:১৬
বিএম বরকতউল্লাহ বলেছেন: হারিয়ে যাওয়ার হিসেব মেলা ভার।
শুভকামনা।
৩| ১২ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:১৯
হাফিজ বিন শামসী বলেছেন: প্রান্তর পাতা বলেছেন:কে জানে কারা হিসেব কখন শেষ হয়ে যায়।
১২ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:১৭
বিএম বরকতউল্লাহ বলেছেন: স্বাগতম।
হিসেবের খাতা পড়ে থাকে
জীবন হারায় পথ।।
শুভেচ্ছা।
৪| ১২ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৩২
চাঁদগাজী বলেছেন:
আমাদের সমাজে অনেকেই খুব বেশী দখল করছে, হিসেবের খাতার ভারে অবস্হা খারাপ হয়ে যাবে
১২ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:১৯
বিএম বরকতউল্লাহ বলেছেন: তোমরা যারা দখল করেছ
মেলাও হিসেবখানি
মনে রেখো টানতে হবে
এই হিসেবের ঘানি।
ধন্যবাদ।
৫| ১২ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৩৮
সোহাগ তানভীর সাকিব বলেছেন: কবিতায় বর্ণিত চরিত্রের ব্যক্তিদের জীবনাটা আমার মনে হয় ষোল আনাই বৃথা।
১২ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:১৯
বিএম বরকতউল্লাহ বলেছেন: ঠিকই বলেছেন।
শুভেচ্ছা রইল।
৬| ১২ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৪৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হিসাবের খাতা পাশে পড়ে থাকে- আহা, তবু যদি খাই-খাই-দের চৈতন্যোদয় হতো। বিষয়বস্তু খুব ভালো লাগল। এ জগতে হায় সেই বেশি চায় আছে যার সবকিছু, লোভীর হস্ত ঘোরে সমস্ত কাঙালের পিছু পিছু
১২ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:২০
বিএম বরকতউল্লাহ বলেছেন: একমাত্র মানুষেরই চাহিদার শেষ নেই।
ধন্যবাদ।
৭| ১২ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:০৮
রাজীব নুর বলেছেন: ছবি নেই কেন?
আমি ছবিও লেখা দুটাইউ চাই।
১২ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:২১
বিএম বরকতউল্লাহ বলেছেন: হিসেবই যার মেলে না ভাই ছবি মিলাই কেমনে।
শুভকামনা।
©somewhere in net ltd.
১|
১২ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:০১
আবু আফিয়া বলেছেন: ভাল লাগল, ধন্যবাদ