![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হারিয়ে যাবে একটি বছর অসীম কালের মাঝে
নতুন বছর আসবে ধেয়ে নতুন বধূর সাঝে।
কুড়িয়ে পাওয়া দুঃখগুলি
এক নিমেষে যাবো ভুলি
নতুন আলোয় স্বপ্ন জ্বেলে লাগবো ভালো কাজে।
আশার পিদিম জ্বালিয়ে বুকে করবো তারে বরণ
রং-বেরঙের ঝকমকিতে ভিজিয়ে দেবো চরণ
সেই খুশিতে আমরা সবাই করব হল্লা হর্ষ
উল্লাসে তাই আপন বেগে আসে নববর্ষ।
১৩ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৪৭
বিএম বরকতউল্লাহ বলেছেন: শুভেচ্ছা পেয়ে আমি আনন্দিত।
আমার শুভেচ্ছা গ্রহণ করুন।
নববর্ষ হোক আনন্দময়।
২| ১৩ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:০৫
পদাতিক চৌধুরি বলেছেন: নববর্ষের আগাম শুভেচ্ছা রইল।
১৩ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৪৭
বিএম বরকতউল্লাহ বলেছেন: আগাম শুভেচ্ছা পেয়ে আমি খুব খুশি।
আমার শুভেচ্ছা রইল। ভাল থাকবেন।
৩| ১৩ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৫৪
কাওসার চৌধুরী বলেছেন:
পানতা নিয়ে থাকলে বসে
ইলিশ মাছের আশায়,
একটা ইলিশ পথ ভুলে কী
ঢুঁকবে আমার বাসায়?
কেষ্ট বলে, শুনছো কথা!
বলে কী মোর দুলায়,
এই বাজারে ইলিশ নিয়া
কেমনে মাথা ঘামায়?
থালায় নিয়ে রাখছি পুঁটি
উদযাপনের আশায়,
লও সবে বৈশাখী মোর
রাঙা নিমন্ত্রণের খাতায়,
খেজুর পাতার আসন পেতে
বসবো সবাই দাওয়ায়,
করবো ভাগ মহা আনন্দে
পুঁটি-পান্তার থালায়।।
................................ নববর্ষের শুভেচ্ছা।
৪| ১৩ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৫৫
ব্লগার_প্রান্ত বলেছেন: নতুন বছর আসে যায়,
কেউ কেউ পাল্টায়।
আবার অনেকে ব্লগে আপনার মতো সুন্দর কবিতা লেখে।
আপনার নতুন বছর ভালো কাটুক...
©somewhere in net ltd.
১|
১৩ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:০৮
রাজীব নুর বলেছেন: