![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বেরিয়ে গেলো একটি ছড়া
বইয়ের পাতা থেকে,
যাসনে বাবা বাইরে বিপদ
মা বলছে ডেকে।
ভয় পেয়ো না মাগো তুমি
থাকবো কেনো পাতায়
রাখবে কেনো লেখক ধরে
বন্দী করে খাতায়?
যাচ্ছে ছড়া হেঁটে হেঁটে
বনের লতা পাতা কেটে
নদী সাগর পাড়ি দিয়ে
উঠলো পাহাড় মাথায়।
আকাশ বাতাস খালে বিলে
মাছ পাখিদের সঙ্গে মিলে
বনের ভেতর ঘুরে ফিরে
হঠাৎ দিশা হারায়।
বাঘ-ভালুকের হালুম-হুলুম
ছড়ার ওপর ভীষণ জুলুম
ওমনি লেখক হাত বাড়িয়ে
সামনে গিয়ে দাঁড়ায়।
১৫ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:০৬
বিএম বরকতউল্লাহ বলেছেন: নববর্ষের শুভেচ্ছা।
ছড়ার মতো অবাধ্য ছিলেন বুঝি!
সকলের ভেতরেই শৈশবের স্মৃতি আছে। সেই স্মৃতি সুযোগ পেলেই উঁকি মারে।
ধন্যবাদ।
২| ১৫ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:৪০
আবু আফিয়া বলেছেন: বেশ ভাল লাগল, ধন্যবাদ
১৫ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:১৯
বিএম বরকতউল্লাহ বলেছেন: আমার শুভেচ্ছা নিন।
৩| ১৫ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:০৬
ব্লগার_প্রান্ত বলেছেন: মাথা নষ্ট
অনেক ভালো একটা ছড়া
এই নিন একটা গল্প Click
১৬ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৫৯
বিএম বরকতউল্লাহ বলেছেন: হায় হায় কন কি!
মঅতা ঠিক রাখুনযে ভাই।
শুভেচ্ছা নিন।
©somewhere in net ltd.
১|
১৫ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:০২
সোহাগ তানভীর সাকিব বলেছেন: আসাধারণ ছন্দের মিল। দারুণ উপলব্ধি। ছড়াটি পড়ার সময় মনে হলো ছোট বেলায় ফিরে গেছি।