![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমার মতো বউ পেয়েছি বলে
জীবন খাতার পাতায় পাতায়
সুখের হিসেব করা;
মনের মতো তোমায় পেলাম বলে
পালিয়ে গেছে জীবন থেকে
দুঃখ কষ্ট জরা।
পরের বছর উধাও হলে তুমি
সুখে ভরা মাটির পাতিলসহ
ভোগের বদল করছি উপভোগ
মনে পড়ে তোমায় অহরহ।
তোমার বদল পয়সা এলো ঘরে
ভোগবিলাসে মন বসে না আর
মনের যতো আবেগ অনুভূতি
কে যেন রে করল অধিকার!
২| ১৬ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:২৪
বিএম বরকতউল্লাহ বলেছেন: লেখকের আবার বিয়ে!!
বিয়ের আগেই বিয়ের সুখ-দুখ আনন্দ হাসি অনুভব করা চাই।
শুভেচ্ছা।
৩| ১৬ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৩০
উদাসী স্বপ্ন বলেছেন: সুন্দর লিখেছেন
১৬ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৩৫
বিএম বরকতউল্লাহ বলেছেন: ধন্যবাদ।
৪| ১৬ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৪৪
রাজীব নুর বলেছেন: বেশ উপভোগ করলাম।
১৬ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৩৫
বিএম বরকতউল্লাহ বলেছেন: উপভোগ্য বটে।
শুভেচ্ছা নিন।
৫| ১৬ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৫০
যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন:
বিস্ময় জাগানিয়া হে নারী!!
পুরুষরা আর কত ফেলবে চোখের বারি?
১৬ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৩৯
বিএম বরকতউল্লাহ বলেছেন: চোখের পানি ফেললেই কি ভাই অতীত আসে ফিরে?
দুঃখগুলো বাষ্প হয়ে হাওয়ায় গেছে মিলে।
৬| ১৬ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:০৫
ব্লগার_প্রান্ত বলেছেন: ব্যাপারটা দুঃখজনক।
তবে আরেকটি মারহাবা কবিতা।
১৬ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৪০
বিএম বরকতউল্লাহ বলেছেন: দুঃখজনক নয়রে কিছু সবই লীলাখেলা
কেবা থাকে কাহার তরে বসে সারাবেলা।
৭| ১৬ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৩৭
বুদ্বিমান গাধা বলেছেন: ভাল লাগলো
১৬ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৪১
বিএম বরকতউল্লাহ বলেছেন: স্বাগতম।
গাধা হলো বুদ্ধিমান আর
বুদ্ধিমানে গাধা
যুক্তিখানা মানতে আমার
লাগছে খালি বাধা।
©somewhere in net ltd.
১|
১৬ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:১২
সোহাগ তানভীর সাকিব বলেছেন: যদিও বিয়ে করি নি এখনও তারপরও কবিতাটি কিছুটা উপলব্ধি করেছি। ভালো লেগেছে।