নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পড়াশোনা করি। লেখালেখি করি। চাকরি করি। লেখালেখি করে পেয়েছি ৩টি পুরস্কার। জাতিসংঘের (ইউনিসেফ) মীনা মিডিয়া এ্যাওয়ার্ড ২০১১ ও ২০১৬ প্রথম পুরস্কার। জাদুর ঘুড়ি ও আকাশ ছোঁয়ার গল্পগ্রন্থের জন্য অধ্যাপক মোহাম্মদ খালেদ শিশুসাহিত্য পুরস্কার ২০১৬।

বিএম বরকতউল্লাহ

জানতে চাই।

বিএম বরকতউল্লাহ › বিস্তারিত পোস্টঃ

টাক ও কাকের গল্প

১৬ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:০০

ছোট কাকার মাথা জুড়ে মস্ত বড়ো টাক
ঘাড়ের রগে কেমন জানি ডানে বামে বাঁক
মুখটা কাকার ভালই ছিল বোঁচা মতন নাক
বাইরে গেলে ডেকে উঠে দুষ্ট কটি কাক।

ওমনি কাকা ক্ষেপে গিয়ে জোরসে মারে ঢিল
অবাক ব্যাপার কাকের বদল ওড়ে ভুবন চিল।
কেউ হাসে না কাকার ভয়ে হাসলে খাবে কিল
কিলের ধরন বলব কী আর মস্ত বড়ো শিল।

শিশুরাতো বেজায় খুশি পেয়ে পাগল কাকা
ভয়ের মাঝে দেখে তাকে মুখটা করে বাঁকা।
এসব দেখে কাকা যখন হঠাৎ মারে হাঁক
মাথার উপর উড়ে বেড়ায় দুষ্ট পাঁতিকাক!

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:০৫

নীল মনি বলেছেন: ভীষণ মজার লেখা।পড়ে শোনাতে দারুণ :)

১৬ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:০৭

বিএম বরকতউল্লাহ বলেছেন: আমি আনন্দিত।
আমার শুভেচ্ছা নিন।

২| ১৬ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:১৪

নীল মনি বলেছেন: শুকরিয়া :) শুভেচ্ছা আন্তরিকতার সাথে গ্রহণ করা হল।

১৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:০৭

বিএম বরকতউল্লাহ বলেছেন: ধন্যবাদ।

৩| ১৬ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:১৬

ভুয়া মফিজ বলেছেন: আধুনিক কবিতার চেয়ে ছড়া পড়তে অনেক ভালো লাগে। সুন্দর হয়েছে!

১৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:০৮

বিএম বরকতউল্লাহ বলেছেন: আধুনিক কবিতা বোঝার মতো আধুনিক হইনি বলে আমিও বুঝি না।
ছড়া-টড়া লিখি। আপনাদের ভাল লাগলে আমারও ভাল লাগে।
শুভেচ্ছা।

৪| ১৬ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:২০

সোহাগ তানভীর সাকিব বলেছেন: কবিতার ভাষায় গল্প!! দারুন।

১৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:০৯

বিএম বরকতউল্লাহ বলেছেন: আমার প্রীতি নিন।

৫| ১৬ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৩১

আবু আফিয়া বলেছেন: বেশ ভাল লাগল, ধন্যবাদ

১৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:০৯

বিএম বরকতউল্লাহ বলেছেন: আমি আনন্দিত।
শুভকামনা।

৬| ১৬ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:১২

সাদা মনের মানুষ বলেছেন: বেশ সুন্দর, সাবলীল

১৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:০৯

বিএম বরকতউল্লাহ বলেছেন: ভালবাসা রইল। ভাল থাকবেন ভাই।

৭| ১৭ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:৪৮

রাজীব নুর বলেছেন: সুন্দর বিনোদন।

১৭ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৪০

বিএম বরকতউল্লাহ বলেছেন: সাবাশ।
ভাল থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.