![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাগো, তোর ধুলোমলিন চরণ দুটি দে
মাথায় তুলে রাখি
মা তোর অচল অবশ হাত দুখানা দে
বুকেতে এনে মাখি।
তোর অশ্রু যখন ঝরেছিল কষ্ট পেয়ে পেয়ে
তুই কষ্টগুলি ভুলেছিলে আমার দিকে চেয়ে।
এখন তোকে বুকে মাথায় রাখব আমি তুলে
একটি দিনের কষ্ট যদি যেতিস মা তুই ভুলে!
পরিশ্রমের ঘামের ফোঁটা মুক্তা হয়ে ফোটে
স্বর্গ আমার হাতের কাছে নিচ্ছি আমি লুটে।
১৭ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৪৯
বিএম বরকতউল্লাহ বলেছেন: আমি আনন্দিত। শুভেচ্ছা নিন।
২| ১৭ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৩২
সোহাগ তানভীর সাকিব বলেছেন: মরণ পর্যন্ত মায়ের চরণকে আপন করে জীবন-যাপন করা উচিত। কারণ আমরা জানি, মায়ের চরণতলে সন্তানের বেহেস্ত।
মাকে নিয়ে যেকোন লেখা আমার ভালো লাগে। এটাও ভালো লেগেছে।
৩| ১৭ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৪৪
নীল মনি বলেছেন: ভীষণ মমতা মাখানো পোস্ট।ভালো লাগল
৪| ১৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:১২
মামুনুর রহমান খাঁন বলেছেন: অসাধারণ। আপনার ফ্যান হয়ে গেলাম
৫| ১৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৪৭
কাওসার চৌধুরী বলেছেন:
মা, যার নেই...........
....... সে বুঝে।
৬| ১৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:০২
রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোরম। অনবদ্য।
৭| ১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:০০
জহিরুল ইসলাম সেতু বলেছেন: অসাধারণ মাতৃভক্তি ! কাব্যের ছন্দে সুপ্রকাশ।
অভিনন্দন কবি।
©somewhere in net ltd.
১|
১৭ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৪৭
সম্রাট ইজ বেস্ট বলেছেন: সুন্দর লিখেছেন। খুব ভালো লাগল।