![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জানলা খুলে বসে আছি একা
উঠবে কখন জোছনাভরা চাঁদ
চুপটি করে আপন মনে ভাবি
মাকে ধরার এই পেতেছি ফাঁদ।
আকাশ ভরা জোছনা ঢেলে চাঁদ
মাকে নিয়ে আসছে ধীরে ধীরে
মেঘের মেয়ে দুষ্টু ভীষণ পাজি
মাকে ওরা রাখছে কেন ঘিরে?
হঠাৎ দেখি মেঘ গিয়েছে সরে
চাঁদের মুখে ফুটল মায়ের হাসি
আমায় দেখে উপুড় হলো চাঁদ
মায়ের আদর পেলাম রাশি রাশি।
১৯ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:১৫
বিএম বরকতউল্লাহ বলেছেন: মাকে নিয়ে শিশু-কিশোরদের নানান কল্পনা। বিশিষ করে যাদের মা নেই তারা মাকে নিয়ে এমনই হাজারো কল্পনার আলপনা আঁকে মনে মনে।
মাতৃহীন শিশুই কেবল জানে মা না থাকার বেদনা কত নির্মম!
২| ১৯ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:১০
মীর সাজ্জাদ বলেছেন: মাটির মাঝে মা লিখি
হাত এঁকে বেঁকে,
খাতার মাঝে মায়ের ছবি
ভর্তি করেছি এঁকে |
মায়ের স্নেহের পরশ
দেয় ছোয়া আমার মনে,
এমন পরশ কে পাবে
কোথায় কোন খানে |
মায়ের মধুর ডাকে
সবার প্রান জুড়ে,
মা এমন জিনিস
কেউ পাবেনা সাড়া পৃথিবী ঘুড়ে |
৩| ১৯ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:১২
বিএম বরকতউল্লাহ বলেছেন: মাকে নিয়ে শিশু-কিশোরদের নানান কল্পনা।
আমার শুভেচ্ছা নিন।
৪| ১৯ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৩৪
কাওসার চৌধুরী বলেছেন:
সত্যি, মুগ্ধ করার মতো কবিতা।
১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:০৬
বিএম বরকতউল্লাহ বলেছেন: অনেক ধন্যবাদ।
৫| ১৯ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:২৬
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।
১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:০৬
বিএম বরকতউল্লাহ বলেছেন: শুভেচ্ছা নিন।
©somewhere in net ltd.
১|
১৯ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:০৬
সোহাগ তানভীর সাকিব বলেছেন: মা কি এখানে রূপক অর্থে ব্যবহৃত হয়েছে?? যদি তাই হয় তাহলে মা বলতে কি বুঝানো হয়েছে?