![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রাণের প্রিয় বন্ধু আমার অনেক দিনের পরে
পেছন থেকে হঠাৎ আমায় ঝাপটে যখন ধরে;
অবাক হয়ে তাকিয়ে থেকে টেনে নিলাম বুকে
মুখের ভাষা বন্ধ হয়ে প্রকাশ পেলো চোখে।
দুটি মুখের কথার ভার চারটি চোখে নিলো
কিছুটা যায় বাষ্প হয়ে কিছুটা এলোমেলো।
ঝাপসা চোখে আমার মতন দেখতে পেলো কিনা
ঠোঁটের কাঁপন কেমন করে বাজিয়েছিল বীণা।
২৬ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:১২
বিএম বরকতউল্লাহ বলেছেন: চেৌধুরী সাহেব যখন দারুন বলেছেন তখন মনটা শান্তিতে ভরে গেল।
শুভেচ্ছা।
২| ২৬ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:৫২
কাওসার চৌধুরী বলেছেন: একটু আগে আপনার কথা ভাবছিলাম নতু কোন ছড়া না দেখে। পেয়ে খুশি হলাম। আসলে চোখের ভাষাটাই প্রকৃত নিষ্পাপ ভাষা। কথা বলে মনের অনেক ভাব প্রকাশ করা যায় না। সুন্দর ছড়া, সুন্দর অভিব্যক্তি।
২৬ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:১৪
বিএম বরকতউল্লাহ বলেছেন: আমাকে ভেবেছেন শুনে আমি মুদ্ধ হলাম।
ছড়া লিখি মনের আনন্দে। যখন যেটা মনে হয় তাই হয়ে যায় ছড়ার বিষয়।
আপনাদের ভাল লাগে জেনে আমি উৎসাহ বোধ করি।
আমার প্রীতি নিন।
৩| ২৬ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:৫৮
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: আর একটু চেষ্টা করলে হয়তো সনেট বানাতে পারতেন।
২৬ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:১৬
বিএম বরকতউল্লাহ বলেছেন: আমি ভাই কোনো নিয়মের ফ্রেমে আটকা পড়তে রাজি নই।
সৃজনশীল কাজে স্বাধীনতা অপরিহার্য একটা বিষয়।
ধন্যবাদ।
৪| ২৬ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:০০
ইমরান আল হাদী বলেছেন: বন্ধুত্বের সম্পর্ক কখনো মলিন হয় না।
২৬ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:১৮
বিএম বরকতউল্লাহ বলেছেন: কথাটা ষোলোআনা মানা যাচ্ছে না ভাইসাব।
বন্ধু কখনও শক্রুও হয়ে যায়। তবে সেটা বিরল ঘটনা।
শুভেচ্ছা।
৫| ২৬ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:১৬
আকিব হাসান জাভেদ বলেছেন: বন্ধত্বের আবেগের মৃত্য হয় না । তাই জড়িয়ে ধরলো । জড়ানো ভালোবাসার বন্ধুত্বরে জয় হউক।
২৬ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:১৯
বিএম বরকতউল্লাহ বলেছেন: বন্ধুত্ব টিকিয়ে রাখা খুব সহজ কাজ নয়।
উভয়ের মধ্যে বিশ্বাস, উদারতা আর ত্যাগের খুব দরকার।
এর অভাব হলেই...
ধন্যবাদ।
৬| ২৬ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৩৩
রাজীব নুর বলেছেন: দশে দশ দিলাম।
খুশি থাকুন।
২৬ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:২৬
বিএম বরকতউল্লাহ বলেছেন: আমি খুশি আছি কিন্তু আপনার মনমেজা ভাল আছে তো ভাই।
শুভেচ্ছা নিন।
৭| ২৬ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৪১
ব্লগার_প্রান্ত বলেছেন: বন্ধুত্ব বেঁচে থাক চিরকাল...
একটা গল্প লিখেছি, আপনার মতামত একান্ত কাম্য
শহুরে গাছ
৮| ২৯ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:০৫
মুরাদ পাভেল বলেছেন: ভাল লাগল
©somewhere in net ltd.
১|
২৬ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:৫০
পদাতিক চৌধুরি বলেছেন: আহা! দারুণ।