![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘরের কোনে পুরান ঘুড়ি লাটাই পুতুল
মলিন চোখে তাকিয়ে আছে আমার দিকে
হাত বাড়িয়ে যেই বলেছি “কাছে আসো আদর করি”
অভিমানে মুখ ফেরালো পুতুল-ঘুড়ি
আমি নাকি অনেকটাই বদলে গেছি।
পুতুলগুলো শিশুর মতন অভিমানি
চোখের পানি গড়িয়ে ওদের গাল ছুঁয়েছে
মুখের কথা চোখের জলে বলল ওরা।
দুটি পুতুল দস্যি মতন দুষ্টু পাজি
ওরা আমায় মারবে বলে ভাব দেখিয়ে
অশ্রুবিহীন চোখে কেমন তাকিয়ে আছে।
আহারে আমার লাটাই-ঘুড়ি, খেলার পুতুল
এতটা দিন তোদের ছেড়ে দূরে ছিলাম
হায় শিশুকাল! হায় শিশুকাল!!
কবে কোথায় হারিয়ে গেলো
আয় বুকে আয় তোদের সাথে খেলা করি
আগের মতন আমি আবার শিশু হবো।
২৭ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৪২
বিএম বরকতউল্লাহ বলেছেন: শিশুদের জন্য লিখতে হলে মনটাকে শিশুদের মতো করে নিতে হয়।
শিশুদের নিয়ে শিশুদের মতো ভাবতে হয়। তা-না হলে শিশুসাহিত্য করা যায় না।
বিষয়টি আপনি ধরতে পেরেছেন। ধন্যবাদ।
২| ২৭ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৫৮
রাজীব নুর বলেছেন: বাস্তব বড় কঠিন।
শৈশবে যাওয়া সম্ভব নয়।
২৭ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:৪১
বিএম বরকতউল্লাহ বলেছেন: অবাস্তবে সম্ভব।
শুভেচ্ছা নিন।
৩| ২৭ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:০০
মৌরি হক দোলা বলেছেন: এ্কটা সময় আসে যখন মনে হয় আবার সেই ছেলেবেলায় ফিরে যেতে পারতাম!
খুব সুন্দর কবিতা!
ভালোলাগা ও শুভকামনা রইল......
২৭ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:৪২
বিএম বরকতউল্লাহ বলেছেন: স্বাগতম।
সবাই অতীতকে ফিরে পেতে চায়।
কারণ অতীতকে ফিরে পাওয়া যায়না বলে।
আমি ফিরে যাই কল্পনার ডানায় চড়ে।
শুভ কামনা দোলা।
৪| ২৭ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:১২
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: কবি ভাই! এটা আবার কোন ছন্দের কবিতা??
২৭ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:৪৩
বিএম বরকতউল্লাহ বলেছেন: এটা অন্যধারার কিশোর কবিতা।
ছন্দ আছে। শেষে নয় কবিতার ভাঁজে।
ধন্যবাদ।
৫| ২৭ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৩১
জাহিদ হাসান রানা বলেছেন: শৈশবে ফিরে যেতে মন চায় বারবার
ধন্যবাদ কবি
৬| ২৭ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৩৫
ইমরান আল হাদী বলেছেন: সকল শিশু শিশু থাক,ওরা যেন মানুষ না হয়.....
৭| ২৭ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:২৫
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক ভালো লাগলো কবিতাটি, ছন্দবদ্ধ কথামালা চমৎকার সাজিয়েছেন।
©somewhere in net ltd.
১|
২৭ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:২৮
সোহাগ তানভীর সাকিব বলেছেন: অনন্তকালের মধ্যে একটি দিনের জন্য কোনোদিনও শিশু হওয়া হয়তো সম্ভবনা। তারপরও আপনার মনটা যে শিশু সুলভ সেটা বুঝিয়া নিলাম। আপনার জন্য শুভ কামনা রইল।