![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছেলেমেয়ে সবাই থাকে দূরে
একলা ঘরে পড়ে থাকে বুড়ি
কখন যদি ভাত জুটে না তার
দন্তবিহীন চিবায় খালি মুড়ি।
তিনটি ছেলে একটি মেয়ে তার
দেশ-বিদেশে আছে ভাল তারা
আশির উপর বয়স হলো বুড়ির
কষ্টে জীবন নিত্য দিশেহারা।
কান্না করে ঘা হয়েছে চোখে
ছেলেমেয়ে আসবে কখন ঘরে
অপেক্ষাতে ভিজে শাড়ির আঁচল
হঠাৎ বুড়ি পড়ল ভীষণ জ্বরে।
খবর পেয়ে এলো সবাই ছুটে
ফল-ফলারি দিয়েছে পাতে বেড়ে
কারো ডাকে দেয় না সাড়া মা
অভিমানে গিয়েছে সকল ছেড়ে।
২| ২৮ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:৫২
তারেক ফাহিম বলেছেন: মায়ের অসুস্থতার কথা শুনেও আসে না এমন ছেলেও আছে।
শেষে মায়ের জানাযাও পায় না।
৩| ২৮ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:০২
পদাতিক চৌধুরি বলেছেন: কবি ভাই, কবিতা ভালো হয়েছে, তবে সমাজের অবক্ষয়ের যে চিত্র তুলে ধরলেন,হৃদয়কে কুঠারাঘাত করে গেল।আজ ভগ্ন হৃদয়ে ফিরছি।
৪| ২৮ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:১২
চাঁদগাজী বলেছেন:
বাংলার অর্থনীতি পরিবারকে ভেংগে দিয়েছে
৫| ২৮ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৩৯
মোছাব্বিরুল হক বলেছেন: এটাই আমাদের সমাজের কঠিন বাস্তবতা। লেখাটা পড়ে মন খারাপ হয়ে গেল।
৬| ২৮ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৪৮
রাজীব নুর বলেছেন: মন টা বিষন্ন হয়ে গেল।
৭| ২৮ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:১০
রোকনুজ্জামান খান বলেছেন: মায়ের শেষ জীবন এত টাই অসহায়..............।
৮| ২৮ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:২৩
অর্ক বলেছেন: দারুণরকম আন্দোলিত হলাম পাঠান্তে বরকতউল্লাহ ভাই। সত্যি বলতে কি, বুড়ি মা’রবআমার চোখ ভিজে এসেছে... দারুণরকমভাবে হৃদয়কে নাড়া দিয়ে গেল। খুব সহযেই খুবই মর্মভেদী একটি ছড়া বা শিশু কবিতা আপনি লিখে ফেলেছেন। হাট্টি মা টিমটিম’র বদলে আপনার এইসব অর্থপূর্ণ ছড়া শিশু কবিতাগুলো পাঠ্য বইয়ে যুক্তা করে শিশুদের পড়ালে ভালো হতো।
‘যে দেশে সমৃদ্ধ শিশু সাহিত্য নেই সে দেশের ভবিষ্যৎ উজ্জ্বল নয়’। আমার কথা নয়, হিন্দি সাহিত্যের অন্যতম প্রধান রাজনৈতিক, মানবতাবাদী কবি সর্বেশ্বর দয়াল সাক্সেনা’র কথা। আর এ ধারণা থেকে আমৃত্যু তিনি শিশু সাহিত্য চর্চা করে গেছেন। তেমনি আপনার মতো শিশু সাহিত্যিককেও এই নষ্ট পিছিয়ে পড়া, নির্দয়, মানবতাহীন, রুক্ষ সমাজে, রাষ্ট্রে আজ সত্যিই ভীষণ প্রয়োজন।
লেখায় নিঃসীম ভালো লাগা। এভাবেই এগিয়ে চলুন অভীষ্ট লক্ষ্যে। শুভেচ্ছা নিরবচ্ছিন্ন। এরকম আরও লেখা হোক। বারবার অশ্রুসিক্ত হোক আমার চোখ... তবুও আপনার কলম চলুক দুর্বার গতিতে।
৯| ২৮ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৩৯
সম্রাট ইজ বেস্ট বলেছেন: মায়ের জন্য একবুক কষ্ট! লেখাটা খুব ভালো হয়েছে।
১০| ২৮ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৫২
কাওসার চৌধুরী বলেছেন: খুব কষ্টের একটা ছড়া। তবে এটাই বাস্তবতা।
১১| ২৮ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৪৭
ইমরান আল হাদী বলেছেন: জীবন যাপন......
১২| ২৮ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৫৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হাজারো বাবা-মায়ের বিদায় মুহূর্তকাল সুন্দর তুলে ধরেছেন ছন্দে ছন্দে।
দুখিনী মায়ের জন্য শুভকামনা, আল্লাহ্ মায়ের আত্মার তৃপ্ততা দিক, নসীব করুক বেহেশত।
১৩| ২৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:১৪
বিএম বরকতউল্লাহ বলেছেন: কবিতাটি লেখার সময় কেঁদেছি আবার কাঁদলাম আপনাদের মর্মষ্পর্শী মন্তব্য পড়ে।
আমার কৃতজ্ঞতা ছাড়া আর কিছু বলার নেই।
ভাল থাকুক মা, ভাল থাকবে দেশ।
১৪| ২৯ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:০০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কান্না আসে
©somewhere in net ltd.
১|
২৮ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:৪৪
আবু আফিয়া বলেছেন: প্রিয় মাকে নিয়ে লেখা কবিতা, ভাল না লেগে কি পারে, আসলে মা যে কি জিনিস, যার নেই সে ভাল করে বুঝে, মা থাকতেও অনেকেই আমরা তার গুরুত্ব দেই না।
আপনাকে ধন্যবাদ