![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাগো
আমি যখন একটুখানি তোমার কোলে কোলে
পাড়া বেড়াই হল্লা করে দোলনা চালে দুলে
তুমি মজা করে পান চিবাতে মুখ ভরে যায় রসে
আমি অবাক হয়ে তাকিয়ে দেখি তোমার কোলে বসে।
হঠাৎ আমি বায়না ধরি পানের ছোবা দে রে
শত বাধা ছিন্ন করে নিতাম আমি কেড়ে।
লাল টুক টুক জিহ্বাখানি দেখাই হেলেদুলে
তোমার মাথার খোঁপা তখন হঠাৎ যেতো খুলে।
যন্ত্রণাতে নামিয়ে দিতে শুকনো মাটির পরে
ব্যথা পাওয়ার ভয়ে আমায় রাখতে হাতে ধরে।
আমি নিজেই যখন দেৌড়ে গিয়ে হোঁচট খেয়ে পড়ি
তুমি, খাবলা মেরে তুলে নিতে পাখির মতন উড়ি।
এখন আমি হয়েছি অনেক বড়ো
নিজের পায়ে চলি আমি নিজের হাতে খাই
মাগো, তোমার মতন একটি মানুষ তিনভুবনে নাই।
তোমার মতো কয়না কেহ, ভাত খেয়েছিস বাবা
মাগো, তুমি আমার স্বর্গ-নরক, তুমি আমার কাবা।
০৩ রা মে, ২০১৮ রাত ৮:০২
বিএম বরকতউল্লাহ বলেছেন: নূরু ভাই খুব চমৎকার করে লিখেছেন।
আমার মা জীবিত আছেন। বয়স নব্বই এর কাছাকাছি। আছেন গ্রামের বাড়িতে।
কেন জানি হঠাৎ মার কথা মনে পড়ে গেল। আর লিখে ফেললাম এই অসংলগ্ন কবিতাটি।
এখানে যতটা আবেগ কাজ করেছে ততটা ব্যাকরণ মানা হয়নি।
লিখে পোষ্ট দিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললাম। এইটুকুই সান্ত্বনা।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ আর শুভেচ্ছা।
২| ০৩ রা মে, ২০১৮ বিকাল ৪:৪২
কাওসার চৌধুরী বলেছেন: এতো লম্বা! একটি কবিতা দিলেন। সব সময় পিচ্চি কবিতা পড়ি তাই বল্লাম। তবে কবিতাটি চমৎকার হয়েছে বরাবরের মতো।
০৩ রা মে, ২০১৮ রাত ৮:০৩
বিএম বরকতউল্লাহ বলেছেন: এটাকেই বলছেন লম্বা?
মাকে নিয়ে লেখা কি শেষ হয়? এ তো কণামাত্র।
ধন্যবাদ।
৩| ০৩ রা মে, ২০১৮ বিকাল ৫:১৪
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
০৩ রা মে, ২০১৮ রাত ৮:০৪
বিএম বরকতউল্লাহ বলেছেন: আমার প্রীতি নিন।
৪| ০৩ রা মে, ২০১৮ সন্ধ্যা ৬:২৭
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +
০৩ রা মে, ২০১৮ রাত ৮:০৪
বিএম বরকতউল্লাহ বলেছেন: অনেক ধন্যবাদ।
৫| ০৩ রা মে, ২০১৮ রাত ৯:২৪
কবি হাফেজ আহমেদ বলেছেন: মা !
মা !
মা !
কবিতাটি পড়ে মাকে আরও মনে পড়ছে। মাকে আবারও ডাকতে ইচ্ছে করছে। ডাকছি, ডেকে যাই, মা, মা, মা !
৬| ০৪ ঠা মে, ২০১৮ রাত ১১:১২
অর্থনীতিবিদ বলেছেন: মা’কে নিয়ে অসাধারণ একটা কবিতা লিখলেন ভাই।
©somewhere in net ltd.
১|
০৩ রা মে, ২০১৮ বিকাল ৪:২৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মা'কে নিয়ে এক অসাধারণ কাব্য লিখেছেন বরকতউল্লাহ ভাই
আসলে মা শব্দটিতে এতই মধু, এতই মাধুর্য যে আপনি তাকে
নিয়ে যা লিখবেন তা-ই মধুর হয়ে ওঠে। পৃথিবীতে যার মা নেই
এক মাত্র সেই অনুভব করতে পারে মা কত বড় নেয়ামত।
আমরা হেলায় সেই মা'কে হারাই, আর যখন সে আমাদের
সামনে থেকে আড়ালে চলে যায় তখনি তার জন্য তপ্ত
অশ্রু বিসর্জন দেওয়া ছাড়া আর কিছুই করার থাকেনা।
মা তুমি যেখানেই থাকো ভালো থাকো।