![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বউয়ের সাথে চলছে রাগারাগি
একের সাথে কইনা কথা অন্যে
আমি নাকি উদাস উদাস থাকি
সন্দেহটা পাশের বাসার কন্যে।
সামনে আমার যা ছিল তাই ধরে
সত্যি কিরা কসম কাটার পরও
আঁচল টেনে দুচোখ মুছে পুছে
বল্ল আমায় যা খুশি তাই করো।
বউটি আমায় রাখছে চোখে চোখে
জানালাটাও বন্ধ হয়ে গেলো
কার কাছে কই আপন-গোপন কথা
জীবনটা ভাই খুবই এলোমেলো।
১৪ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:১৪
বিএম বরকতউল্লাহ বলেছেন: স্বাগতম।
কী যে করবাম, কইতারিনা।
২| ১৪ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:৩৫
সনেট কবি বলেছেন: খুব মজা পেলাম, প্রিয় কবি। অবশ্য কবিতাও যথেষ্ট উপভোগ্য হয়েছে।
৩| ১৪ ই মে, ২০১৮ রাত ৮:০৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: আহা হা
বড়ই দুস্কের কথা!
জানালা অধিকার কেড়ে নেয়া খুবই অন্যায়। যদি হয় তা লেখকের জানালা তবেতো গুরুতর!
কবিতায় +++++
৪| ১৪ ই মে, ২০১৮ রাত ৮:৫২
দীপঙ্কর বেরা বলেছেন: দারুণ ছড়া
৫| ১৪ ই মে, ২০১৮ রাত ৯:৩০
সেলিম আনোয়ার বলেছেন: কঠিন অবস্থা।
৬| ১৪ ই মে, ২০১৮ রাত ৯:৩৫
কাওসার চৌধুরী বলেছেন: এটাকে কী ভিমরতি রোগ বলবো? নাকি সন্দেহ?
৭| ১৪ ই মে, ২০১৮ রাত ১০:৩৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অসাধারণ।
৮| ১৫ ই মে, ২০১৮ সকাল ১০:৩৪
রাজীব নুর বলেছেন: আহা !!!!
সাথে ছবি নাই ক্যান?
৯| ১৫ ই মে, ২০১৮ দুপুর ২:২৭
বিএম বরকতউল্লাহ বলেছেন: রম্য কবিতাটি আমাদের সমাজ-সংসারের নিত্যদিনের ঘটনা আর রটনা।
আপনার পড়ে মজা পেয়েছেন, দুঃখ আর সমবেদনা জানিয়েছেন এরচে আনন্দের আর কী হতে পারে বলুন।
আমি কৃতজ্ঞ।
ভাল থাকবেন সবাই।
©somewhere in net ltd.
১|
১৪ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:১০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: বড়ই আচানক ঘটনা। কি করবাইন?