![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যাবি আর কত দূর সীমা তোর শেষ
দেখা হলে মারামারি অকারণ ক্লেশ।
পথ নেই পালাবার পাখা নেই ওড়ে
পাতাহীন বৃক্ষের ডাল বেয়ে ঘোরে।
তারপর দু'জনের হলে মোলাকাত;
সাপে আর নেউলের বাধে সংঘাত!
এই ভাবে জীবনের শুরু আর শেষ;
বেঁচে থাকে গোপনে চেনা পরিবেশ!
২| ১৬ ই মে, ২০১৮ বিকাল ৫:৩০
পদাতিক চৌধুরি বলেছেন: আহা! দুজনের কী মধুর সম্পর্ক । মৃত্যু পর্যন্ত তাহলে এক সঙ্গে।
অনেকদিন পরে এলাম। আশাকরি প্রিয় কবিভাই ভাল আছেন। অনেক অনেক শুভ কামনা আপনাকে।
৩| ১৬ ই মে, ২০১৮ বিকাল ৫:৩৩
আবু আফিয়া বলেছেন: ভাল লাগল, ধন্যবাদ
৪| ১৬ ই মে, ২০১৮ বিকাল ৫:৪৭
ইব্রাহীম আই কে বলেছেন: ভালো লাগলো।
৫| ১৬ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:০৯
রাজীব নুর বলেছেন: ছবি ও কবিতা ভয়াবহ।
সাপ আমি প্রচন্ড ভয় পাই।
৬| ১৬ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:১৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
চমৎকার ছন্দে শব্দে সুখপাঠ্য কবিতা
কার মনে কি আছে বুঝি আমি সবি-তা।
ভালো থাকুক সম্পর্ক সাপে আর নেউলের
প্রকৃতি যাহা চায় কথা নাই তার পর।
৭| ১৬ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:১৯
চাঁদগাজী বলেছেন:
নির্মম ছবি
৮| ১৬ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:৩৩
যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: ছবি আর কবিতা বেশ লাগল
৯| ১৬ ই মে, ২০১৮ রাত ৯:৪০
পদ্মপুকুর বলেছেন: ছবিটা বেশি ক্রুড হয়ে গেছে। অনেকের মত আমিও সাপের ছবি সহ্য করতে পারি না।
১০| ১৭ ই মে, ২০১৮ রাত ১০:০১
বিএম বরকতউল্লাহ বলেছেন: সৃষ্টিজগতে মানুষের চেয়ে নির্মম প্রাণী আর নেই; ভালো প্রাণীও আর নেই।
প্রাণিজগতে জীবন রক্ষার জন্য জীবন-মৃত্যুর ঘটনা ঘটে।
এভাবেই চলে জীবনের চালাচালি।
আপনাদের মন্তব্য পড়ে আপ্লুত হলাম আর ঋদ্ধ হলাম।
সবাইকে আমার শুভেচ্ছা।
১১| ২০ শে মে, ২০১৮ সকাল ১১:০১
অনুতপ্ত হৃদয় বলেছেন: দারুন হয়েছে ফটোশপ
©somewhere in net ltd.
১|
১৬ ই মে, ২০১৮ বিকাল ৫:২২
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+