![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘরের কথা পরের কাছে যেই গিয়েছি বলতে
ওমনি হঠাৎ ঘরের ভেতর উঠল জ্বলে সলতে
চাপায় যত জোর আছে তাঁর দেহের যত শক্তি
আছড়ে পড়ে আমার ওপর পেয়েছে তারা মুক্তি।
আমরা নাকি লেখক জাতি মিথ্যে কথার হাঁড়ি
মিথ্যে কথা সত্যের মতো তৈরি করতে পারি;
আমরা নাকি মন্দ লোকের একটা আজব বংশ
কল্পলোকের গল্প ফেঁদে করছি সমাজ ধ্বংস।
আমার নাকি গল্পে গরু গাছের উপর ওঠে
মেঘের পিঠে ইঁদুর-বেড়াল রকেট হয়ে ছোটে।
গরু-ছাগল, মহিষ-ভেড়া পুকুর জলে ভাসে
নদীর মাছে গাছে উঠে খিটির মিটির হাসে!
আমরা নাকি সত্য ছেড়ে মিথ্যে নিয়ে থাকি
শিশু-কিশোর এসব নিয়ে করছে মাখামাখি।
দেশটা নাকি মিছে কথায় যাচ্ছে রসাতলে
কাকের চেয়ে কবিরা তাই মাতছে কোলাহলে।
জগতের সকল সৃষ্টি এসেছে কল্পনার ডানায় চড়ে
কথাটি আমার হারিয়ে গেল বউয়ের ঝেংরা-ঝড়ে!!
২| ১৭ ই মে, ২০১৮ বিকাল ৪:০১
অর্ক বলেছেন: ও... আপনার বউ! এই মুখে কুলুপ আঁটলাম। এ ব্যাপারে আমার কিছু বলার নেই। হা হা হা। শুভেচ্ছা শ্রদ্ধেয় বিএম বরকতউল্লাহ ভাই।
৩| ১৭ ই মে, ২০১৮ বিকাল ৪:০৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সৃষ্টির কিছু কষ্টও থাকে। সেটা শিল্পীরা জানেন।
৪| ১৭ ই মে, ২০১৮ বিকাল ৪:২৯
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর হয়েছে।
৫| ১৭ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:২০
মামুনুর রহমান খাঁন বলেছেন: অনেক ভাল লাগল। আপনার লেখনি চমৎকার এবং গাঁথুনি মজবুত।
৬| ১৭ ই মে, ২০১৮ রাত ১০:০৩
বিএম বরকতউল্লাহ বলেছেন: অন্যের বউকে নিয়ে লেখাটা হয়তো অন্যায় হবে। তাই নিজের বউয়ের উপর দিয়েই চালিয়ে দিলাম লেখকজীবনের যন্ত্রণার ঢেউ।
ভাল থাকবেন সবাই।
©somewhere in net ltd.
১|
১৭ ই মে, ২০১৮ বিকাল ৩:৪৯
অনুতপ্ত হৃদয় বলেছেন: কবিতাভাবে ছন্দ …… সুন্দর হয়েছে, শুভ কামনা