![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এত কিছু আছে সব আশেপাশে
তদুপরি আরো চাই?
এত কিছু আনি দুই হাতে টানি
তবু বলি, কিছু নাই।
কেমন আছো বাপু?
ভালো আছি স্যার
হাত নেই তবু হাসিমুখে বলে;
কোনো অভিযোগ নেই তার!
চলে ফিরে খায় নানা দিকে যায়
হাসিভরা এই মুখ
দুঃখ যত ছিলো হাওয়া হয়ে গেলো
হৃদয়ে জমেছে সুখ।
২| ২০ শে মে, ২০১৮ দুপুর ১২:৩১
পদাতিক চৌধুরি বলেছেন: আহারে! না চাওয়াতেই আনন্দ ।
শুভ সকাল, সঙ্গে অনেক অনেক ভাল লাগা কবিকে।
৩| ২০ শে মে, ২০১৮ দুপুর ১২:৪৫
ফেনা বলেছেন: মনকে স্পর্শ করে গেল।
অনেক ভাল লাগা রেখে গে্লাম।
৪| ২০ শে মে, ২০১৮ দুপুর ১২:৫০
অনুতপ্ত হৃদয় বলেছেন: হৃদয়ে জমছে সুখ,
সত্যিই অনেক ভালো লাগলো।
৫| ২০ শে মে, ২০১৮ দুপুর ১:২৮
আকতার আর হোসাইন বলেছেন: আসলে যাদের জিবনটা দুঃখে ভরা। তারা চাই চাই করে না..
তারা তাদের বিষাদে ভরা জিবনে সুখের সন্ধ্যান পায়।
অন্যদিকে অনেক ধনরত্ন বা বাহ্যিক দৃষ্টিতে যারা সুখী আছে বলেই মনে হয় তারা আসলে সুখী না..
তার অনেক কিছু পাওয়ার পরেও আরো পেতে চাই... আরো পেতে চাই.. তাই তাদের শত পাওয়ার পরেও না পাওয়ার একটা হতাশা থেকে যায়... সুখের স্পর্শ পায় না...
ভালো লাগলো পোস্ট টি...
৬| ২০ শে মে, ২০১৮ দুপুর ২:৫৫
তারেক_মাহমুদ বলেছেন: অল্প কয়েকটি লাইন সাথে একটি ছবি মনটা সত্যি বিষণ্ণ করলো। আমরা যত পাই ততই চাই অথচ এরা কত সহজেই হাসি মুখে বলে ভাল আছি। অনেক ভালোলাগা।
৭| ২০ শে মে, ২০১৮ বিকাল ৩:২৯
রাজীব নুর বলেছেন: এই ছেলেটাকে আমি চিনি। গলায় একটা ব্যাগ ঝুলিয়ে ভিক্ষা করে।
কবিতা খুব সুন্দর করে লিখেছেন।
৮| ২০ শে মে, ২০১৮ বিকাল ৪:৫৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: বিধাতা কেন সবাইকে দেননা। দেবার ক্ষেত্রে আমি মাঝে মাঝে তার কৃপণতা লক্ষ্য করি।
৯| ২০ শে মে, ২০১৮ রাত ১০:৫৯
বিএম বরকতউল্লাহ বলেছেন: আপনাদের মায়া মমতা আর ভালোবাসায় সিক্ত হয়েছে এই শিশুটি। '
আমি কেবল কয়েকটি চরণে তুলে ধরেছি তাকে।
এই মানবতা বিফলে যাবার নয়।
জয় হোক ভালোবাসার। শুভেচ্ছা সবাইকে।
©somewhere in net ltd.
১|
২০ শে মে, ২০১৮ দুপুর ১২:০৩
কাইকর বলেছেন: সবাই শুধু চাই ,,চাই করে। আসলে প্রকৃত অর্থে তারা কি চায় তারা নিজেরাই জানে না। শুধু চাই আর চাই। যাদের আছে তারা আরো বেশি করে চাই।কিন্তু প্রকৃত অর্থে আসলেই কি চাই কেউ জানেনা! এই রঙ্গমঞ্চের সবাই রঙ্গিলা। আমিও গল্পকার।সময় পেলে আমার ব্লগ ঘুরে আসবেন। গতকাল ব্রগ জগতে পা রেখেছি। দাওয়াত রইলো। ধন্যবাদ ও ভালোবাসা রইলো।