![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটা নদী দুইটা নদী
অনেক অনেক নদী
কলকলিয়ে সাগরবুকে
যাচ্ছে নিরবধি।
অসীম সাগর সব নদীরে
নেয় যে টেনে বক্ষে
মিলেমিশে হয় একাকার
সবাই পেল রক্ষে।
২| ২৩ শে মে, ২০১৮ রাত ১০:৩০
বৃষ্টি বিন্দু বলেছেন:
বাহ! সবাইকে রক্ষে দিয়ে রচিত করলেন এক মনোমুগ্ধকর কবিতা।
কবিতায় অফুরান ভালোলাগা।
প্লাস++++
৩| ২৩ শে মে, ২০১৮ রাত ১০:৩১
নীল মনি বলেছেন: অল্প কথায় চমৎকার প্রকাশ।
৪| ২৩ শে মে, ২০১৮ রাত ১০:৪১
কাইকর বলেছেন: বাহ....কত সুন্দর শব্দের গাঁথুনি। আরেকটু বড় করলে কি হতো!
৫| ২৩ শে মে, ২০১৮ রাত ১০:৪৩
অনুতপ্ত হৃদয় বলেছেন: বেশ হয়েছে,
৬| ২৩ শে মে, ২০১৮ রাত ১০:৪৯
খায়রুল আহসান বলেছেন: সুন্দর হয়েছে। ভাল লেগেছে। + +
৭| ২৪ শে মে, ২০১৮ সকাল ৯:৪৬
রাজীব নুর বলেছেন: পড়ার পর কিছুক্ষন শান্তি শান্তি লাগলো বুকের মধ্যে।
৮| ২৪ শে মে, ২০১৮ সকাল ১১:৪৫
বিএম বরকতউল্লাহ বলেছেন: ছোট্ট ছড়াটির উপর আপনাদের ভালোবাসার গভীরতা দেখে মুগ্ধ হয়েছি।
ছড়া ঠোট হওয়াই উচিৎ। কারণ এর দীর্ঘতা লেখক ও পাঠকের বিড়ম্বনার কারণ হতে পারে।
সবার জন্য শুভ কামনা।
©somewhere in net ltd.
১|
২৩ শে মে, ২০১৮ রাত ১০:৩০
ব্লগার_প্রান্ত বলেছেন: সুন্দর ছড়া বরকত ভাই+++ লাইক নেন।