![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
টুনটুনিদের ছোট্ট বাসা বৃষ্টি-জলে টুপ
বাসায় ছিল দুটি ডিম জলে দিল ডুব
ডিমের ভেতর ছানা ছিল মেলল দুটি পাখা
বৃষ্টি-জলে টাপুর টুপুর যায় না বুঝি রাখা।
একটি ছানা বেরিয়ে বলে আম্মু গেল কই?
আরেক ছানা জল-পুকুরে করছে হই চই।
আম্মু এবং আব্বুু এসে বলল এবার পালা
ঝড় উঠেছে বনের ভেতর উড়ছে গাছপালা।
ঝড় থেমেছে নীল আকাশে রংধণু দেয় হাসি
বলল ছানা পালাবো কেন বনকে ভালোবাসি।
২৬ শে মে, ২০১৮ রাত ৯:১৯
বিএম বরকতউল্লাহ বলেছেন: আমার শুভেচ্ছা নিন।
২| ২৬ শে মে, ২০১৮ রাত ৮:০৮
নুরউদ্দিন আহমেদ শ্যামল বলেছেন: আমার কাছে খুব ভালো লেগেছে ছড়াটি।
২৬ শে মে, ২০১৮ রাত ৯:২০
বিএম বরকতউল্লাহ বলেছেন: আমি আনন্দিত।
শুভ কামনা।
৩| ২৬ শে মে, ২০১৮ রাত ৮:১৪
ব্লগার_প্রান্ত বলেছেন: আসলে বাচ্চা গুলোর বেঁচে থাকার কথা না, তারপরও খুব ভালো লাগলো, প্রিয় ছড়াকার।
২৬ শে মে, ২০১৮ রাত ৯:২০
বিএম বরকতউল্লাহ বলেছেন: তবুও বাঁচিয়ে রেখেছি ছড়ায়। ধন্যবাদ।
৪| ২৬ শে মে, ২০১৮ রাত ৮:২৪
কাওসার চৌধুরী বলেছেন: বাহ!! বরাবরের মতো চমৎকার কবিতা।
২৬ শে মে, ২০১৮ রাত ৯:২০
বিএম বরকতউল্লাহ বলেছেন: খুশি লাগছে। শুভেচ্ছা রইল।
৫| ২৬ শে মে, ২০১৮ রাত ৮:২৯
অর্ক বলেছেন: বেশ লাগলো ভাই, তবে আগেরগুলো এর থেকেও ভালো লেগেছিল। শুভেচ্ছা অন্তহীন।
২৬ শে মে, ২০১৮ রাত ৯:২১
বিএম বরকতউল্লাহ বলেছেন: সব ছড়া সকল সময় এক রকম হয়না তাই স্বাদে ভিন্নতা।
ধন্যবাদ।
৬| ২৬ শে মে, ২০১৮ রাত ৮:৪১
চাঁদগাজী বলেছেন:
ছড়া/কবিতা শিশু থেকে শুর করে সবাইকে কিছুটা হলেও আনন্দ দেবে।
প্রোপাইলে লিখেছেন, আপনি পড়েন; কি পড়েন?
২৬ শে মে, ২০১৮ রাত ৯:২২
বিএম বরকতউল্লাহ বলেছেন: ছড়া সবাইকেই আনন্দ দেয়।
আমি আমাকেই পড়ি।
আমার শুভেচ্ছা নিন।
৭| ২৬ শে মে, ২০১৮ রাত ৮:৫০
মীর সাজ্জাদ বলেছেন: বেশ ভালো লাগলো, এমন কবিতা হাজার লাইন হলেও পড়তে যেন কোন ক্লান্তি আসবে না।
২৬ শে মে, ২০১৮ রাত ৯:২৪
বিএম বরকতউল্লাহ বলেছেন: হাজার লাইন না; বত্রিশ লাইন হলেই দেখবেন আর ভাল লাগছে না।
ছড়া মূলত শিশুদের জন্যই লিখি। বড়দের জন্যও লিখি। ছড়ার অবয়ব ছোট রাখাই বাঞ্ছনীয়।
ভাল থাকবেন।
৮| ২৬ শে মে, ২০১৮ রাত ৮:৫০
কাইকর বলেছেন: বাহ....অতি সুন্দর
২৬ শে মে, ২০১৮ রাত ৯:২৪
বিএম বরকতউল্লাহ বলেছেন: ধন্যবাদ কাইকর।
৯| ২৬ শে মে, ২০১৮ রাত ৮:৫৮
জুনায়েদ বি রাহমান বলেছেন: সুখপাঠ্য ছড়া-কবিতা। ভালো লেগেছে।
২৬ শে মে, ২০১৮ রাত ৯:২৫
বিএম বরকতউল্লাহ বলেছেন: আমি খুব খুশি হয়েছি ভাই।
আমার প্রীতি নিন।
১০| ২৬ শে মে, ২০১৮ রাত ৯:৫২
শামচুল হক বলেছেন: ছড়া দারুণ লাগল গুরু।
১১| ২৭ শে মে, ২০১৮ সকাল ১০:৩৯
রাজীব নুর বলেছেন: অতি মনোরম।
১২| ২৭ শে মে, ২০১৮ বিকাল ৪:২৩
সিসৃক্ষু বলেছেন: মোটামুটি।
©somewhere in net ltd.
১|
২৬ শে মে, ২০১৮ রাত ৮:০৪
জোকস বলেছেন: ছড়ায় পেলাচ।