![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হঠাৎ করে দুটি ছেলে হেসে কুটি কুটি,
হাসির সাথে মিশাল দিয়ে খাচ্ছে লুটুপুটি।
কান্ড দেখে ছেলে দুটোর এলো সবাই ছুটে,
এত্তো হাসির কারন কী, বলছে না কেউ মোটে!
মুখের কাছে আঙ্গুল ধরে ফিক করে দেয় হাসি,
ওদের হাসি দেখে সবাই করছে হাসাহাসি।
আসছে যারা হাসছে তারা বলছে না যে কারন,
অট্টহাসির বইছে জোয়ার করবে কে রে বারণ।
হাসির সাথে যোগ হয়েছে ঠকর ঠকর কাশি,
এসব দেখে হাসছে বেদম মাঠের গরু খাসি।
হাসি এবং কাশির সাথে বেতাল নাচানাচি,
চলছে এবার ধনুক বাঁকা আচ্ছা তালে হাঁচি।
হেসে কেশে হাঁইচ্ছ মেরে পাক দিয়ে যায় পড়ে,
মুরুব্বিরা বলছে থামো, যাচ্ছে তো সব মরে।
উথাল পাতাল হাসির মাতাল উপুড় হয়ে হাসে,
ওল্টে পুল্টে খিচকি মেরে চোখের জলে ভাসে।
হাসি কাশি নাচানাচির লাগেনা রে কারণ,
এসব কাজে বাধা দেওয়া এক্কেবারে বারণ।
আমরা সবাই ভুলে গেছি পরাণখোলা হাসি,
হাসির সাথে বিলিয়ে দেব ফূর্তি রাশি রাশি।
একটি দিবস খুব জরুরী, হাসি দিবস চাই,
এই দিবসে দেশের মানুষ এক হবোরে ভাই।
হাসির জোয়ার বইয়ে দেব উষর মরু চরে,
বিলিয়ে দেব হাসি গুলো সবার ঘরে ঘরে।
২| ২৭ শে মে, ২০১৮ দুপুর ১:২৬
নিশাচড় বলেছেন: রোকনুজ্জামান খান
হাসতে নাকি জানেনা কেউ
কে বলেছে ভাই?
এই শোন না কত হাসির
খবর বলে যাই।
এই কবিতাটা পড়ার পর হাসি নিয়ে আর কোনো কবিতা পড়া হয়নি।
আপনার হাসি দিবস পড়ে আবার আনন্দিত হলাম। দারুন লেগেছে, এক রাশ ভালো লাগা কবি।
৩| ২৭ শে মে, ২০১৮ দুপুর ২:০১
সেলিম আনোয়ার বলেছেন: Sujon Mahmud বলেছেন: নান্দনিক রচনা
৪| ২৭ শে মে, ২০১৮ দুপুর ২:০২
কাইকর বলেছেন: বাহ...খুব সুন্দর কবিতা
৫| ২৭ শে মে, ২০১৮ দুপুর ২:০৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর
৬| ২৭ শে মে, ২০১৮ বিকাল ৩:০০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
রাম গড়ুরের ছাড়া
হাসতে তাদের মানা,
হাসির কথা শুনলে বলে
হাসবো না না না না।
আমরা রাম গড়ুরের ছানা হয়ে গেছি
আমাদের হাসতে মানা, কি হবে হাসি দিবস দিয়ে ?
৭| ২৭ শে মে, ২০১৮ বিকাল ৪:৩১
রাজীব নুর বলেছেন: চমৎকার ---
৮| ২৭ শে মে, ২০১৮ রাত ১১:০০
শামচুল হক বলেছেন: ভালো লাগল।
৯| ২৮ শে মে, ২০১৮ দুপুর ১:৪০
বিএম বরকতউল্লাহ বলেছেন: সকলের মন্তব্য পড়লাম। হাসি দিবস চাই কবিতাটি অনেক পছন্দ করেছেন আপনারা।
আসলে এমন একটি দিবস হলে কেমন মজার হতো!
ওই দিনটায় আমরা হাসতাম। হাসতে হাসতে কাশতে কাশতে পাগল হয়ে যেতাম। কত রকমের হাসিই না আছে মানুষের পেটে আর মুখে।
প্রতিযোগিতা হতো হাসির। পুরস্কার থাকতো হাসির জন্য।
দেশটা হতে উধাও হয়ে যেতো রোগ শোক দুঃখ যন্ত্রণা। কত সুন্র হতো দেশটা।
সেই দিনের অপেক্ষায় রইলাম।
সবার মুখে হাসি থাকুক ফুটে।
১০| ২৮ শে মে, ২০১৮ রাত ১১:১৮
কিশোর মাইনু বলেছেন: হাসিখুশিতে ভরে উটুক সবার জীবন।
ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৭ শে মে, ২০১৮ দুপুর ১২:৪৫
Sujon Mahmud বলেছেন: নান্দনিক রচনা