![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সে অবাঙমুখে কী যে বলেছিল/দিয়েছিল এক সম্মতি
তারপর থেকে থেমে থেমে চলা/মাঝে মাঝে পায় গতি।
এই দেখি ভালো, হাসিখুশি খুব/এই দেখি ঝড়-বৃষ্টি
অদলে বদলে সদলে আসে/যত সব অনাসৃষ্টি!
অতঃপর আমি ভাবি...
আধাটি জীবন চলে গেছে আর/কতটা দিয়েছে ফাঁকি
ঠেলেঠুলে চলা অকারণে জ্বলা/পথ কত আর বাকি!
২৮ শে মে, ২০১৮ দুপুর ২:১৫
বিএম বরকতউল্লাহ বলেছেন: স্বাগতম।
আমি খুশি হলাম সমবেদনা পেয়ে।
আপনার জন্য শুভ কামনা।
২| ২৮ শে মে, ২০১৮ দুপুর ২:০৯
কাওসার চৌধুরী বলেছেন: চমৎকার কবিতার মাধ্যমে জীবনের হিসাব-নিকাশ ও উপলব্ধি। বেশ ভাল লাগলো পড়ে।
২৮ শে মে, ২০১৮ দুপুর ২:১৬
বিএম বরকতউল্লাহ বলেছেন: বাকি বেশি নেই, ফাঁকি দিয়ে যদি একাকী থাকি পড়ে
হালকা ভেবে উড়িয়ে নেবে যখন তখন ঝড়ে।
৩| ২৮ শে মে, ২০১৮ দুপুর ২:৩২
কথার ফুলঝুরি! বলেছেন: পথ কত আর বাকি ? কঠিন প্রশ্ন
ভালো লেগেছে কবিতা।
৪| ২৮ শে মে, ২০১৮ বিকাল ৩:০০
কাইকর বলেছেন: ভাল লাগলো কবিতা
৫| ২৮ শে মে, ২০১৮ বিকাল ৩:২৭
রাজীব নুর বলেছেন: কবিতা ভালো হয়েছে।
©somewhere in net ltd.
১|
২৮ শে মে, ২০১৮ দুপুর ১:৫৫
সৈয়দ ইসলাম বলেছেন: আহ!
সমবেদনা প্রকাশ করলাম ভাই। কবিতা কিন্তু ভাল লেগেছে।