![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গরিবের ঘরে সুন্দরী কন্যা আর মেধাবী সন্তানের অন্তহীন যন্ত্রণা।
কন্যা যতটা রূপ পায় ততটা মর্যাদা পায় না; আর মেধাবীর যতটা
মেধা ততটার বিকাশ ঘটে না। সমাজে কন্যাদায়গ্রস্থ পিতা-মাতার
মতো মেধাদায়গ্রস্থ পিতা-মাতার সংখ্যাও কম নয়। দারিদ্র্যদেবীর
রুদ্ররূপের সামনে এদের রূপ-রস, মেধা মাটিতে লুটিয়ে পড়ে বালিতে
মিশে যায়। পরিণত হওয়ার আগেই এদের করুন পরিণতি ঘটে।
এ সমাজ সংসারে আমাদের চোখের সামনে এরকম বহু করুন পরিনতির
মর্মান্তিক দৃশ্য আমরা প্রতিনিয়ত উপভোগ করি। এতে আমাদের যতটা করুনা হয়
ততটা কর্তব্যবোধ জাগে না।
দরিদ্র পিতা-মাতারা এ রূপের ও মেধার মূল্য-মর্যাদা না দিতে পেরে এদেরকে বড় ধরনের
আপদ মনে করেন। তাঁরা আক্ষেপ করে বলেন, এসব একান্তই বড় ঘরের সম্পদ।
স্রষ্টা তাঁর খেয়ালের বশে এদের গরিবের ঘরে পাঠিয়ে সৃষ্টিরহস্য জাহির করেন আর
গরিবেরা এই দুর্ভেদ্য রহস্যের বেড়াজাল ছিন্ন করতে না পেরে প্রায়শ্চিত্ত করেন।
৩১ শে মে, ২০১৮ রাত ৯:০১
বিএম বরকতউল্লাহ বলেছেন: ধন্যবাদ।
২| ৩১ শে মে, ২০১৮ রাত ৮:৫৯
ব্লগার_প্রান্ত বলেছেন: এ ধরনের সমস্যার সমাধান হলেই আমরা একটু সামনে এগিয়ে যাবো।
৩১ শে মে, ২০১৮ রাত ৯:০২
বিএম বরকতউল্লাহ বলেছেন: নিশ্চই।
শুভেচ্ছা নিন।
৩| ৩১ শে মে, ২০১৮ রাত ৯:০২
করুণাধারা বলেছেন: ভালো লিখেছেন। সবচাইতে ভালো শেষ দুই লাইন।
৩১ শে মে, ২০১৮ রাত ১০:১৯
বিএম বরকতউল্লাহ বলেছেন: আপনার ভাল লাগা আমার আনন্দ।
শুভেচ্ছা নিন।
৪| ৩১ শে মে, ২০১৮ রাত ১০:৩৮
অর্থনীতিবিদ বলেছেন: মেধাবী ছেলে সন্তান হলে তাও মানা যায় কিন্তু সুন্দরী কন্যা হলে সর্বনাশ। দুর্ভাগা মেয়েটি যদি সাত জনমের ভাগ্য নিয়ে আসে তবে হয়তোবা রেপ বা অপহরণের শিকার নাও হতে পারে। তবে পদে পদে লাঞ্চনা, ইভটিজিং, প্রেমের প্রস্তাব আর কুপ্রস্তাব নিশ্চিতভাবেই তার জীবনটাকে বিষিয়ে তুলবে।
৫| ৩১ শে মে, ২০১৮ রাত ১০:৫০
বিচার মানি তালগাছ আমার বলেছেন: গরীবের ঘরে এই দুইটা থাকলে আমাদের দেশে বিপদই ডেকে আনে আসলে...
৬| ৩১ শে মে, ২০১৮ রাত ১১:৩১
মীর সাজ্জাদ বলেছেন: বাস্তবতা কেন এত কঠিন হয়!!!!! আর কেনই বা আমরা নিজেকেই নিয়ে ব্যস্ত থাকি!!!!! উত্তর খুজে পাওয়া বড় কঠিন। সত্যিই কঠিন এক বাস্তবতার চিত্র তুলে ধরেছেন চোখে আঙুল দিয়ে।
৭| ০১ লা জুন, ২০১৮ দুপুর ১:৫৪
রাজীব নুর বলেছেন: আর একটু গুছিয়ে লিখলে বেশি ভালো লাগতো।
৮| ০১ লা জুন, ২০১৮ বিকাল ৩:০৪
কথার ফুলঝুরি! বলেছেন: খুবই করুণ বাস্তবতা ।
©somewhere in net ltd.
১|
৩১ শে মে, ২০১৮ রাত ৮:৪৫
প্রামানিক বলেছেন: ভালো লাগল।