![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হঠাৎ করে উঠলো ক্ষেপে মনু মিঞার পুত
তার উপরে ভর করেছে শ্মশানঘাটের ভূত!
বৈদ্য ওঝা মন্ত্র-ঝাড়ে করলো তাকে শাসন
মঞ্চে উঠে মনুর পুতে দিচ্ছে আজব ভাষণ।
শ্মশান থেকে ছুটে এলো চার চারটে ভূত
মঞ্চে উঠে তাল-বেতালে নাচে পঞ্চ ভূত।
নাচন দেখে ঢেউ তুলেছে গাঁয়ের শিশু বুড়ো
বলল সবাই মনুর পুতে ভূত হয়েছে পুরো।
২| ০৭ ই জুন, ২০১৮ দুপুর ২:২২
বিএম বরকতউল্লাহ বলেছেন: ধন্যবাদ প্রিয় চেৌধুরী সাহেব।
৩| ০৭ ই জুন, ২০১৮ দুপুর ২:৩০
শামচুল হক বলেছেন: এক কথায় দারুণ।
৪| ০৭ ই জুন, ২০১৮ বিকাল ৩:১৭
এম এস আরেফীন ভুঁইয়া বলেছেন: খুব সুন্দর লেখা। শুভেচ্ছা আপনাকে।
৫| ০৭ ই জুন, ২০১৮ বিকাল ৩:৩৫
কাওসার চৌধুরী বলেছেন: বাহ!! বরাবরের মতোই ইউনিক, স্যার। "মনু মিঞার পুত" নামটি পড়ে খুব হাসি পেল।
৬| ০৭ ই জুন, ২০১৮ বিকাল ৪:০০
আকতার আর হোসাইন বলেছেন: হা হা হা,,, ভালোই লেগেছে...
৭| ০৭ ই জুন, ২০১৮ বিকাল ৪:২০
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
©somewhere in net ltd.
১|
০৭ ই জুন, ২০১৮ দুপুর ২:১৫
পদাতিক চৌধুরি বলেছেন: মনু মিঞার পুত বেশ মজা দিল। হা হা হা।
অনেক শুভ কামনা প্রিয় কবিকে।