![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সারাদিন বসে, চক টেনে টেনে/পায়ের ছবিটি আঁকে
চক শেষ হয়, আশাটুকু নিয়ে/অপেক্ষায় বসে থাকে।
এই বুঝি তার গজিয়েছে পা/এই বুঝি উঠে দাঁড়ায়
উঠে উঠে সে মাটিতে পড়ে/সম্মুখে হাত বাড়ায়।
বল নিয়ে মাঠে খেলাধুলা করে/তারই পাড়ার ছেলে
মনপ্রাণ ঢেলে মাঠে ছুটে যায়/অচল দেহটি ফেলে।
প্রতিদিন সে ছক লয়ে হাতে/বারবার এঁকে যায়
স্বপ্ন তার কোনো একদিন/হাঁটবে নিজের পায়।
২| ১১ ই জুলাই, ২০১৮ রাত ১১:৫৭
পদাতিক চৌধুরি বলেছেন: আহা!! এর নামও জীবন। বিষন্ন ভালোলাগা, তবে প্রিয় কবি ভাই আপনার প্রাপ্য লাইক আজ আর দিতে পারছিনা।
শুভকামনা জানবেন।
৩| ১২ ই জুলাই, ২০১৮ রাত ৩:১৮
জহিরুল ইসলাম সেতু বলেছেন: নিদারুণ !!!
৪| ১২ ই জুলাই, ২০১৮ সকাল ১১:০৬
রাজীব নুর বলেছেন: সুন্দর।
প্রানবন্ত।
৫| ১২ ই জুলাই, ২০১৮ রাত ১০:৪১
অর্থনীতিবিদ বলেছেন: কবিতাটি পড়ে মুগ্ধ হয়ে গেলাম। অসাধারণ।
©somewhere in net ltd.
১|
১১ ই জুলাই, ২০১৮ রাত ১১:৪০
শামচুল হক বলেছেন: কষ্টের হলেও ভালো লাগল কবিতা।