![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অবুঝ শিশুর মতন
পিতা যেমন আদর করে নিচ্ছে মেয়ের যতন।
বয়সভারে নেতিয়ে পড়া মা
ভাতের নলা সামনে ধরে বলছে ছেলে, খা।
এমনি করে এই ছেলেকে কোলে পীঠে করে
রাখতো চোখে চোখে
এ কোল থেকে ও কোল নিয়ে
ভূত-পেত্নীর ভয় দেখিয়ে
কিম্বা পরির গল্প বলে ভাত দিয়েছে মুখে।
এখন মায়ের হাত চলে না, পা চলে না
মুখ চলে না, অচল শরীরখানি
হয়তো এখন বসে বসে, হাতড়ে বেড়ান স্মৃতি চষে
সারাজীবন টেনে গেলেন এ সংসারের ঘানি।
মায়ের কাছে ছেলে কখন হয় না বুঝি বুড়ো
এখনও মা মাছটা দিলে খাননা তিনি পুরো
আধখানা দেন ছেলের মুখে বাসন থেকে টানি
ছেলের জন্য এখনও মা ফেলেন চোখের পানি।
২| ১২ ই জুলাই, ২০১৮ রাত ১০:৩৪
চাঁদগাজী বলেছেন:
সব মায়ের ভালোবাসার অধিকার কমপক্ষে এতটুকু হওয়ার দরকার আছে; মানবিক ছবি
৩| ১২ ই জুলাই, ২০১৮ রাত ১০:৪১
সৌরভ ঘোষ শাওন বলেছেন: খুব ভালো লেগেছে ছবিটা। ছড়াটাও ভালো।
৪| ১২ ই জুলাই, ২০১৮ রাত ১০:৫৬
রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোরম।
৫| ১২ ই জুলাই, ২০১৮ রাত ১১:২৫
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
৬| ১৩ ই জুলাই, ২০১৮ রাত ১:০৬
ভ্রমরের ডানা বলেছেন:
বাংলাদেশ গর্ব করতে পারে এই বন্ধন গুলো নিয়ে! এসব মানুষের নিকট আমাদের শিক্ষণীয় আছে অনেক!
খুবই সুন্দর একটা টপিক নিয়ে চমৎকার এক হৃদয়গ্রাহী কবিতা সুপ্রিয় কবিবর!
©somewhere in net ltd.
১|
১২ ই জুলাই, ২০১৮ রাত ১০:১২
ল বলেছেন: অসীম সুন্দর