![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিষম বিপদ দেখি...
নিজের জান চলে না ঠিক
পিঠের উপর একি!
ধীরে ধীরে ভাই পার করে দে ছোট্ট ডোবাখানি
বানের জলে ডুবেছে সব ঘরেতে অনেক পানি।
ব্যাঙ ছিল সদাশয়
পার করে দিয়ে ইঁদুরকে বলে
থাকো তুমি নির্ভয়।
আমার ঘরেতে থেকে যাও তুমি খাবার আছে ঢের
বন্ধুকে পেয়ে ইঁদুরের বুক ফুলে ফেঁপে এক সের।
এমনই কতো ঘটনা ঘটে রাখি না খবর তার
ব্যাঙের পিঠে ইঁদুর বসা দেখায় চমৎকার!!
১৫ ই জুলাই, ২০১৮ সকাল ৮:৩৪
বিএম বরকতউল্লাহ বলেছেন: আমার শুভেচ্ছা রইল।
২| ১৫ ই জুলাই, ২০১৮ রাত ১:৫৬
শাহিন বিন রফিক বলেছেন:
ছোটদের ছড়া আরো অনেক বেশি হওয়া উচিত ছিল আমাদের সাহিত্যে তবে বড় আফসোস দিনকে দিন মানহীন হচ্ছে সব সাহিত্য।
আপনি যে আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন শিশু সাহিত্যকে একটা মানে নিতে সেই জন্য আমার আন্তরিক ধন্যবাদ ও প্রাণঢালা অভিনন্দন।
কমেন্ট আর লাইক নিয়ে ভাববেন না, আপনি লিখতে থাকুন।
এখানে লাইক কমেন্ট খানিকটা ফেসবুকের মত হয়ে গেছে। আপনি আমার লেখায় লাইক দিবেন আমি আপনারটায় দিব লেখা যে মানের হোক না কেন।
৩| ১৫ ই জুলাই, ২০১৮ সকাল ৮:৩৮
বিএম বরকতউল্লাহ বলেছেন: শাহিন ভাই আপনার কথায় দারুন উৎসাহ বোধ করছি।
বড়দের লেখার ভিড়ে আমার এই শিশু বা কিশোরসাহিত্য আপনাদের ভাল লাগে জেনে খুব ভাল লাগছে।
আপনার শেষের দুই বাক্য খুবই গুরুত্বপূর্ন ও চরম সত্য কথা বলেছেন।
আমার শুভেচ্ছা আর কৃতজ্ঞতা আপনার প্রতি।
ভাল থাকবেন।
৪| ১৫ ই জুলাই, ২০১৮ সকাল ৯:৩৭
রাজীব নুর বলেছেন: আহা--
মুগ্ধতা!!!
৫| ১৫ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:০৯
ching বলেছেন: কমেন্ট আর লাইক নিয়ে ভাববেন না, আপনি লিখতে থাকুন।
©somewhere in net ltd.
১|
১৫ ই জুলাই, ২০১৮ রাত ১২:৫৮
ভ্রমরের ডানা বলেছেন:
আপনার কাব্য পড়ে ছেলেবেলা মনে আসে! খুব চচমৎকার কবিতা!