![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বউয়ের সাথে চলছে রাগারাগি
একের সাথে কইনা কথা অন্যে
আমি নাকি উদাস উদাস থাকি
সন্দেহটা পাশের বাসার কন্যে।
সামনে আমার যা ছিল তাই ধরে
সত্যি, কিরা, কসম কাটার পরও
আঁচল টেনে চোখের পানি মুছে
বলল শেষে, যা খুশি তাই করো।
বউটি আমায় রাখছে চোখে চোখে
জানলাটাও বন্ধ হয়ে গেলো
কার কাছে কই আমার দুখের কথা
জীবনটা ভাই খুবই এলোমেলো।
১১ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:১২
বিএম বরকতউল্লাহ বলেছেন: আমি বাঁচিনা দুঃখে আর আপনি পাচ্ছেন মজা!!
২| ১১ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:০০
বাকপ্রবাস বলেছেন: জানলার পাশে ফুলের বাগান হলে
সুবাস ছড়ায় ভালো পরিবেশ
জানলার পাশে ভুলের বাগান হলে
ছড়ায় বিষ দুঃখের নাই শেষ।
১১ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:১৪
বিএম বরকতউল্লাহ বলেছেন: ফুলের চেয়ে ভুলের বাগান চুল পরিমাণ বেশি
এতেই ওনার উঠছে ফুলে মুখের যত পেশী!!
৩| ১১ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:২২
চাঁদগাজী বলেছেন:
জানাল বন্ধ যদি আপনার উপর প্রভাব ফেলে, তা'হলে তো আপনি ধোয়া তুলসী নন
১১ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৩৯
বিএম বরকতউল্লাহ বলেছেন: জানলাগুলো বন্ধ হয়ে গেলে
কেমন জানি বেহুঁশ বেহুঁশ লাগে
একটুখানি ফাঁক করে যেই দেখি
মনের মাঝে রোমাঞ্চ ভাব জাগে!!
এটা কি আমার অপরাধ?
৪| ১১ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৮
এম ইসলাম বলেছেন: দারুণ ছন্দ মিল ! ভালো লাগলো কবিতাটা। ...
..... এছাড়া ৩ নং মন্তব্যের উত্তরেও চমৎকার ছন্দের খেলা বেশ উপভোগ্য মনে হলো। ..
১১ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৫১
বিএম বরকতউল্লাহ বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।
৫| ১১ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০৯
রমিত বলেছেন: বাহ!
বেশ লিখেছেন !
সুন্দর!
৬| ১১ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:২৬
সাইয়িদ রফিকুল হক বলেছেন: এখন তো শীত আসন্ন!
জানালা বন্ধ হলে কোনো সমস্যা নাই।
©somewhere in net ltd.
১|
১১ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৫৯
রাজীব নুর বলেছেন: ভীষন মজার।