নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পড়াশোনা করি। লেখালেখি করি। চাকরি করি। লেখালেখি করে পেয়েছি ৩টি পুরস্কার। জাতিসংঘের (ইউনিসেফ) মীনা মিডিয়া এ্যাওয়ার্ড ২০১১ ও ২০১৬ প্রথম পুরস্কার। জাদুর ঘুড়ি ও আকাশ ছোঁয়ার গল্পগ্রন্থের জন্য অধ্যাপক মোহাম্মদ খালেদ শিশুসাহিত্য পুরস্কার ২০১৬।

বিএম বরকতউল্লাহ

জানতে চাই।

বিএম বরকতউল্লাহ › বিস্তারিত পোস্টঃ

হাসি দিবস চাই

২৯ শে জুলাই, ২০২০ বিকাল ৪:০০


হঠাৎ করে দুটি ছেলে হেসেই কুটি কুটি
হাসির সাথে মিশাল দিয়ে খাচ্ছে লুটুপুটি।
কান্ড দেখে ছেলে দুটোর এলো সবাই ছুটে
এত্ত হাসির কারন কী, বলছে না কেউ মোটে!

মুখের কাছে আঙুল ধরে ফিক্ করে দেয় হাসি
ওদের হাসি দেখে সবাই করছে হাসাহাসি।
আসছে যারা হাসছে তারা বলছে না যে কারণ
অট্টহাসির বইছে জোয়ার করবে কে রে বারণ।

হাসির সাথে যোগ হয়েছে ঠকর ঠকর কাশি
এসব দেখে হাসছে বেদম মাঠের গরু খাসি।
হাসি এবং কাশির সাথে বেতাল নাচানাচি
চলছে এবার ধনুক বাঁকা আচ্ছা তালে হাঁচি।

হেসে কেশে হাঁইচ্ছ মেরে পাক খেয়ে যায় পড়ে
মুরুব্বিরা বলছে থামো, যাচ্ছে তো সব মরে।
উথাল-পাতাল হাসির মাতাল উপুড় হয়ে হাসে
ওল্টে-পুল্টে খিচকি মেরে চোখের জলে ভাসে।

হাসি-কাশি নাচানাচির লাগে না রে কারণ
এসব কাজে বাধা দেওয়া এক্কেবারে বারণ।
আমরা সবাই ভুলে গেছি পরাণখোলা হাসি
হাসির সাথে বিলিয়ে দেব ফূর্তি রাশি রাশি।

একটি দিবস খুব জরুরি হাসি দিবস চাই
এই দিবসে দেশের মানুষ এক হবোরে ভাই।
হাসির জোয়ার বইয়ে দেব উষর মরু চরে
বিলিয়ে দেবো হাসিগুলো সবার ঘরে ঘরে।

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে জুলাই, ২০২০ বিকাল ৫:১৪

ফুয়াদের বাপ বলেছেন: দারুন ছন্দময়তায় উদাম হাসির-কাশির-রাশি বর্ননাময় কাব্য। ভালো লাগলো।

তবে সবার মাঝে হাসি ছড়িয়ে দিতে চাইলে চারপাশের সবাই সবাইকে সহায়তা করতে হবে। ক্ষুদার্থ কাউকে একমুঠো খাবার দিলেই তার মুখে হাসি ফুটবে। বিপদগ্রস্থ কারো পাশে সহায়তার হাত বাড়ালেই তার মুখে হাসি ফুটবে।

প্রত্যাশা করি আপনার কবিতার মতোই চারপাশে হাসির জোয়ার বয়ে যাক।

২| ২৯ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:১১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

বরকতউল্লাহ ভাই হাসি দিবস নতুন করে চাইতে হবে কেন?
আপনার চাইবার আগেই অযাচিত ভাবে বিশ্ব হাসি দিবস
হয়ে আছে। বছরের ৩৬৫ দিনে প্রায় সাড়ে চারশ' দিবস
পালিত হয়। এমন অনেক দিবস রয়েছে যার কথা সাধারণ
মানুষ জানেই না। ঠিক তেমনি 'হাসি দিবস'
১৯৯৯ সাল থেকে অক্টোবর মাসের প্রথম শুক্রবার ‘হাসি দিবস’
পালিত হয়ে আসছে। আপনার ছবির বাচ্চারা তা জানে বলেই
হাসছে!!

৩| ২৯ শে জুলাই, ২০২০ রাত ১১:২৬

রাজীব নুর বলেছেন: আমাদের দরকার কান্না দিবস। দরিদ্র দেশে আবার কিসের হাসি দিবস।

৪| ৩০ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:৪৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন: '
বরকতউল্লাহ ভাই সবসময়
প্রতিমন্তব্য করা থেকে বিরত রয়
এমন ধারা আর কাহাতক
সহ্য করা যায় !!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.