নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পড়াশোনা করি। লেখালেখি করি। চাকরি করি। লেখালেখি করে পেয়েছি ৩টি পুরস্কার। জাতিসংঘের (ইউনিসেফ) মীনা মিডিয়া এ্যাওয়ার্ড ২০১১ ও ২০১৬ প্রথম পুরস্কার। জাদুর ঘুড়ি ও আকাশ ছোঁয়ার গল্পগ্রন্থের জন্য অধ্যাপক মোহাম্মদ খালেদ শিশুসাহিত্য পুরস্কার ২০১৬।

বিএম বরকতউল্লাহ

জানতে চাই।

বিএম বরকতউল্লাহ › বিস্তারিত পোস্টঃ

মেঘ ও জোছনা

১০ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:০৮


আকাশ জুড়ে মেঘ মেয়েরা
খেলছে গোল্লাছুট
জোছনাগুলো কোথায় গেল
কে করেছে লুট।

চাঁদের আলো মেঘ সরিয়ে
মিট মিটিয়ে হাসে
একটু আলোর কণা এসে
পড়ল সবুজ ঘাসে।

আলো পেয়ে ঘাসপোকারা
বাড়িয়ে দিল হাত
জোছনা এলো মেঘ সরিয়ে
ফর্সা হলো রাত।

মন্তব্য ১১ টি রেটিং +১/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১০ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:১৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অসাধারণ।

১১ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ৭:১৩

বিএম বরকতউল্লাহ বলেছেন: শুভেচ্ছা রইল।

২| ১০ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:২৮

পদ্মপুকুর বলেছেন: আপনার নিশ্চয় ছড়ার বই আছে, পুরস্কার যেহেতু পেয়েছেন। কিন্তে চাই বইগুলো, বিশেষ করে ছোটদের জন্য যেগুলো আছে, একটু নামটা উল্লেখ করবেন কি?

১১ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ৭:১৭

বিএম বরকতউল্লাহ বলেছেন: ধন্যবাদ আপনার আগ্রহের জন্য। আমার ৩৬টি বইয়ের ভেতের ৩০টিই ছোটদের বই।
আপনি ইচ্ছে করলে রকমারি থেকে কিনে নিতে পারবেন।
আমার বইগুলো পাবেন সাহস পাবলিকেশনে বেশি, সেখানে ছড়ার বই স্বপ্ন আমার আকাশ ছোঁবে বইটিও আছে। পঙ্খিরাজ পাবলিকেশন, বিডি নিউজ পাবলিকেশন বিপিএল-এ পাবেন। এছাড়া পাঞ্জেরি, বাংলাপ্রকাশেও পাবেন।

৩| ১০ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৩০

পদ্মপুকুর বলেছেন: নারকেলের ঐ লম্বা মাথায়/ হঠাৎ দেখি কাল
ডাবের মতো চাদঁ উঠেছে/ ঠান্ডা ও গোলগাল ।
ছিটকিনিটা আস্তে খুলে/ পেরিয়ে এলেম ঘর
ঘুমন্ত এই মস্ত শহর/ করছিলো থরথর।

মিনারটাকে দেখছি যেন/ দাড়িয়ে আছেন কেউ,
পাথরঘাটার গির্জেটা কি/ লাল পাথরের ঢেউ ?
চৌকিদারের হাক শুনে যেই/ মোড় ফিরেছি বায় –
কোত্থেকে এক উটকো পাহাড়/ ডাক দিল আয় আয় ।

পাহাড়টাকে হাত বুলিয়ে/ লাল দিঘীটার পাড়
এগিয়ে দেখি জোনাকিদের/ বসেছে দরবার ।
আমায় দেখে কলকলিয়ে/ দীঘির কালো জল
বললো, এসো, আমরা সবাই/ না ঘুমানোর দল-

পকেট থেকে খুলো তোমার/ পদ্য লেখার ভাজঁ
রক্তজবার ঝোপের কাছে/ কাব্য হবে আজ ।
দীঘির কথায় উঠলো হেসে/ ফুল পাখিদের সব
কাব্য হবে, কাব্য হবে-/ জুড়লো কলরব ।

কী আর করি পকেট থেকে/ খুলে ছড়ার বই
পাখির কাছে, ফুলের কাছে/ মনের কথা কই ।

আপনার ছড়া পড়ে এটা মনে পড়লো।

১১ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ৭:১৮

বিএম বরকতউল্লাহ বলেছেন: বাহ আল মাহমুদের কিশোর কবিতাটি তুলে দিলেন। এটি খুবই বিখ্যাত কবিতার মধ্যে একটি।
আবারও পড়লাম। আপনাকে ধন্যবাদ।

৪| ১০ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৪২

মরুভূমির জলদস্যু বলেছেন: চমৎকার ছড়া

১১ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ৭:১৯

বিএম বরকতউল্লাহ বলেছেন: ধন্যবাদ।

৫| ১১ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:৫৭

রাজীব নুর বলেছেন: সুন্দর। প্রানবন্ত।

১১ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ৭:১৯

বিএম বরকতউল্লাহ বলেছেন: আমার প্রীতি নিন।

৬| ১১ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১০:৫২

পদ্মপুকুর বলেছেন:

চাঁদের আলো মেঘ সরিয়ে/ মিট মিটিয়ে হাসে
একটু আলোর কণা এসে/ পড়ল সবুজ ঘাসে।

আলো পেয়ে ঘাসপোকারা/ বাড়িয়ে দিল হাত
জোছনা এলো মেঘ সরিয়ে/ ফর্সা হলো রাত।

এই লাইনগুলোর তাল-মাত্রার সাথে পাখির সাথে ফুলের সাথে ছড়াটার মিল লাগছিলো-

নারকেলের ঐ লম্বা মাথায়/ হঠাৎ দেখি কাল
ডাবের মতো চাদঁ উঠেছে/ ঠান্ডা ও গোলগাল ।
ছিটকিনিটা আস্তে খুলে/ পেরিয়ে এলেম ঘর
ঘুমন্ত এই মস্ত শহর/ করছিলো থরথর।

কী আর করি পকেট থেকে/ খুলে ছড়ার বই
পাখির কাছে, ফুলের কাছে/ মনের কথা কই ।

কথাগুলোও কাছাকাছি অনুভবের। এজন্যই তুলে দিয়েছিলাম। আমার ভাগ্নেভাগ্নীর জন্য আপনার বই কিনবো কবি, ইনশাল্লাহ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.