![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মা-বাবা নেই তার...
হঠাৎ এমন দৃশ্য দেখে উল্লাসে যায় ফেটে
পেছনে গিয়ে ছায়া ধরে আনন্দে যায় হেঁটে।
কোলের শিশু ব্যাগে ভরে বাজার করেন মাতা
আদর-স্নেহ নেই ভেবেছেন করছে কীসব যা তা!
না, না, না, তা হবে কেন, এমনি উঠে বেড়ে
ওরা নিজের পায়ে দাঁড়িয়ে যায়, নিজের গতর ঝেড়ে।
২৯ শে নভেম্বর, ২০২০ বিকাল ৩:৪৬
বিএম বরকতউল্লাহ বলেছেন: এ বড়ো শক্ত মা!
২| ২৯ শে নভেম্বর, ২০২০ বিকাল ৫:৩৩
রাজীব নুর বলেছেন: ঘরে ঘরে এরকম শক্ত মায়ের দরকার।
২৯ শে নভেম্বর, ২০২০ বিকাল ৫:৫১
বিএম বরকতউল্লাহ বলেছেন: আপনার আবার শক্ত আর নরম!
৩| ২৯ শে নভেম্বর, ২০২০ বিকাল ৫:৩৪
ওমেরা বলেছেন: বাচ্চা নেওয়ার বিভিন্ন সিষ্টেম দেখেছি কিন্ত এটা এখনো
চোখে পারেনি ।
২৯ শে নভেম্বর, ২০২০ বিকাল ৫:৫২
বিএম বরকতউল্লাহ বলেছেন: স্বাগত।
প্রথম দেখেছেন বুঝি!
৪| ২৯ শে নভেম্বর, ২০২০ বিকাল ৫:৪৮
আমি সাজিদ বলেছেন: প্রথম ছবিটায় পেছনে ছায়া ধরে আনন্দে হেঁটে যাওয়া ছেলেটার প্রতি আদর। হোক না কার্টুন।
দ্বিতীয় ছবিটা অদ্ভুত সুন্দর।
২৯ শে নভেম্বর, ২০২০ বিকাল ৫:৫২
বিএম বরকতউল্লাহ বলেছেন: স্বাগত।
আপনার সুন্দর মন্তব্যের জন্য সাধুবাদ জানাই।
৫| ৩০ শে নভেম্বর, ২০২০ সকাল ৮:৫০
ঠাকুরমাহমুদ বলেছেন:
আমার খুব ঘনিষ্ঠ আত্মীয়র স্ত্রী বিদেশিনী। তিনি কাজের লোক মেইড ছা্ড়াই ছেলেমেয়েদের বড় করেছেন এভাবেই। কোথাও গেলে বাস্কেটে করে ব্যাগে করে বের হতেন। মাশাল্লাহ বড় মেয়েটি এখন এয়ার ফোর্সে কমিশন্ড হয়েছেন।
ছায়ার সাথে পথ চলা অনাথ শিশুটির জন্য শুভ কামনা রইলো।
©somewhere in net ltd.
১|
২৯ শে নভেম্বর, ২০২০ বিকাল ৩:১৫
রাজীব নুর বলেছেন: ২য় ছবিটা সেই। বাচ্চাটাকে কিভাবে নিয়েছে?!!!!