নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিরোনামহীন

Backdated

Backdated › বিস্তারিত পোস্টঃ

লননা সাব ভাত খামু

০৬ ই আগস্ট, ২০১৬ রাত ৩:১৪

ও স্যার, লননা স্যার ।মেম সাহেব খুশি হইব ।একটা লননা সাব.......

=রাখ রাখ ।লাগবে না আমার....

-সারাদিন কিছু খাই নাই।।।একটা লননা সাব ।। ভাত খামু দুই ভাই মিল্ল্যা.....

=ভাতের কথা শুনেই ফিরে তাকালাম ।।।এলোমেলো চুল,কঙ্কালসার দেহ,শুষ্ক ঠোঁট,রোদে শরীরের চামড়াটা পুড়ে কাল হয়ে গেছে।।।চোখ ভরা আবেদন নিয়ে তপ্ত রোদে ছুটে চলেছে পিচ ঢালা রাস্তায়.......

=কি নাম রে তোর??? কোথায় থাকিস???

-আমার নাম মজিদ।ঐ পাশের বস্তিতে থাকি ।।।

=ফুল বেচিস নাকি???মানুষ কিনে???

-হ সাব ।দেকতাছেন না হাতে ফুল।। মানুষ মাঝে মাঝে কেনে আবার গালিও দেয় ।।।।।মাঝে মাঝে না খাইয়াও থাকি ।।।

=না খেয়ে কিভাবে থাকিস... থাকা যায়????

-ক্যান যাইবো না । এইটাই তো গরীব গো আসল খাওউন....... না খাইয়া থাকা ।।।।আগে কষ্ট হইত।।।।আমি কানতাম আর মা পানি আইনা দিত......পানি খাইয়া আর প্যাট ভরে কন ......

=স্কুলে যাস না???

-গরীবের আবার ইস্কুল ।।।।পেটে ভাত না থাকলে ইস্কুলে যাইয়া কি করুম । কয়েকদিন গেছিলাম ।।।।তারপর থাইকা মা বাপ কামে দিছে ।।। তয় এহনও স্কুলে পড়তে মনডা চায়।।।।কিন্তু পড়তে তো টাহা লাগে টাহা পামু কই ......

=এখনও কিছু খাস নি???

-না সাব ।।কিছুই খাই নাই।পানি খাইতেও তো টাহা লাগে ......

=এই নে ৫০ টাকা......

- ৫০ টাহা দিলেন ।।।আপনারে ফেরত দিমু কি । আমার কাছে তো আর টাহা নাই

=লাগবে না । তুই নিয়ে যা.......

-হাসাই কইতাসেন (চোখে মুখে এক অজানা আনন্দের ছায়া)
এরাই হল সেই পথ শিশু ।।।যারা এক বেলা পেট পুড়ে খাওয়ার জন্য তপ্ত রোদে খালি গায়ে খালি পায়ে পিচ ঢালা রাস্তায় ফুল বিক্রি করে ।।।জন্মের পর থেকে পৃথিবীর নির্মম বাস্তবতা দারিদ্রতার সাথে পরিচিত এরা ।।।।।রাস্তার হাজারও মানুষের চোখের ভিতরে একটু সহানুভূতি খুঁজে বেড়ানো মানুষ এরা ।।। খুব বেশি আবেদন নেই এদের ।।।।গরীবের ইচ্ছেগুলো হয় অদ্ভুদ ধরণের।।।। এই ধরেন পেট ভরে এক বেলা ভাত খাওয়ার ইচ্ছা ।।।।।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৭ ই আগস্ট, ২০১৬ রাত ৩:৫৪

মোঃ আক্তারুজ্জামান ভূঞা বলেছেন: মানবিকতার চর্চা অব্যাহত থাকুক।

১৩ ই আগস্ট, ২০১৬ বিকাল ৫:২৪

Backdated বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.