![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মনে করি নিজের সম্পর্কে লেখার মত বয়স,সময় বা যোগ্যতা কোনটাই আমার এখনও হয় নি ।তাই কিছু না লেখাই ভাল নয় কি ।তবে ব্লগে এসে একেবারে কিছু না লিখলে কেমন হয় ।আসলে নামটা দেইভাবে দেয়ার উদ্দেশ্য হল শুধু বাকের ভাই নামে তো অনেকেই আছে তাই শেষে রিটার্ন লাগিয়ে নিজে থেকে একটু ভিন্নতা দেয়ার ট্রাই করলাম ।তেমন ভাল কিছু আমার মাঝে নেই ।মারাত্মক বদরাগী আর ডানপিটে স্বভাবের ছেলে ।সত্যের ক্ষেত্রে নিজের বাপকেও ছাড় নেই ।এই তো অবসর সময়ে আসলে বর্তমানে সারাটা দিনই আমার অবসর বলে বিবেচিত ।সারাদিন ভার্চুয়ালেই কেটে যায় ।আর এটা ছাড়া কাজ বলতে আমার প্রিয় কিছু কবুতর রয়েছে তাদের সাথে দিনে তিনবার সময় কাটানো,খাবার দেয়া কিছুক্ষন খেলা করা ।এই তো ফেবু আর কবুতর এই নিয়েই আমার সারা বেলা ।আপ্তত এইটুকুই থাক ।সময়ে অসময়ে পরিবর্তন হবে বলে আশাবাদি ।
আই থিঙ্ক ইট'স এ গ্রেট সিন অফ দা ব্রাজিল VS কলোম্বিয়া টুর্নামেন্ট ।
কান্নারত রড্রিগেজের জন্য দর্শকদের হাততালি দিতে বলছেন ডেভিড লুইজ ।
এইটাই হচ্ছে ফুটবালের মধ্যে আর এক ফুটবলার এর সম্পর্ক ওঁকে ।ভাই আমাদের সবসময় মনে রাখা দরকার মাঠে কিন্তু শুধু আপনার টিম খেলে না ।আরো ১১ জন খেলে যে কিনা আপনার সাপোর্টেড দলের প্রতিপক্ষ ।তাই সে খারাপ খেললে যেমন নিন্দা করেন ঠিক ভাল খেললেও তার ভালটা বলা তখন আপনার কর্তব্যের মধ্যেই পরে ।এইবার কথা হচ্ছে আপনি খেলায় জিতলেন মাঠের সবার উদ্দেশ্যে হাত নাড়িয়ে সেলফিস এর মত দর্শকদের দিকে তাকিয়ে হাততালি দিতে দিতে উঠে গেছেন ।হ্যাঁ আপনাকে হয়তো কেউ কিছুই বলবে না। কিন্তু, ভাই একবার কি পিছনে ফিরে তাকিয়েছেন বাকি ১১ জন কি করছে কেমন করে স্বপ্নভঙ্গের কষ্টে এক জন আরেক জনকে জড়িয়ে কাঁদছে ।ভাই একটি হার শুধু একটি দলের স্বপ্নভঙ্গ নয়,একটি জাতিরও ।নিজেদের দিকে একবার তাকিয়ে দেখুন না নিজের মাঠে হওয়া এশিয়া কাপ জিততে পারি নি বলে আমরা ১৬ কোটি বাঙ্গালি সেইদিন কি কাঁদি নি ।জি ভাই তাই দেখতে হয় কেননা আপনি-আমি মানুষ তো ।বন্য প্রানীর খাতায় এখনো নাম লিখাই নি ।দিনটা শেষ হয় তার হাতেই যার হাত ধরে হয়টা আসে,আর যারা হেরেছে তাদের চোখের পানিতেই হয়তো কারো জয়ের নিশান উড়ে ।বাট সেই দিনের শেষে কত জন জয়ী আছে যারা প্রতিপক্ষের ব্যাথায় ব্যাথিত হয়ে তার চোখের পানি মুছে দেয় ।
কি বলব কালকের এই দৃশ্য কোটি মানুষকে যেমন কাদিয়েছে ,তেমনি ডেভিড লুইজ এর সান্তনা কোটি মানুষকে আর একবার মানবতা কি জিনিস বুঝিয়ে দিয়েছে ।
ডেভিড লুইজ----তুমি আছ কোটি প্রানের হৃদয়ে ।রেসপেক্ট ম্যান,জাস্ট স্যালুট হিম ।
©somewhere in net ltd.