নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাজার বছরের পুরনো সেই রাতের পুরনো অনেক কাব্যিক কথা

বাকের ভাই রিটার্ন

আমি মনে করি নিজের সম্পর্কে লেখার মত বয়স,সময় বা যোগ্যতা কোনটাই আমার এখনও হয় নি ।তাই কিছু না লেখাই ভাল নয় কি ।তবে ব্লগে এসে একেবারে কিছু না লিখলে কেমন হয় ।আসলে নামটা দেইভাবে দেয়ার উদ্দেশ্য হল শুধু বাকের ভাই নামে তো অনেকেই আছে তাই শেষে রিটার্ন লাগিয়ে নিজে থেকে একটু ভিন্নতা দেয়ার ট্রাই করলাম ।তেমন ভাল কিছু আমার মাঝে নেই ।মারাত্মক বদরাগী আর ডানপিটে স্বভাবের ছেলে ।সত্যের ক্ষেত্রে নিজের বাপকেও ছাড় নেই ।এই তো অবসর সময়ে আসলে বর্তমানে সারাটা দিনই আমার অবসর বলে বিবেচিত ।সারাদিন ভার্চুয়ালেই কেটে যায় ।আর এটা ছাড়া কাজ বলতে আমার প্রিয় কিছু কবুতর রয়েছে তাদের সাথে দিনে তিনবার সময় কাটানো,খাবার দেয়া কিছুক্ষন খেলা করা ।এই তো ফেবু আর কবুতর এই নিয়েই আমার সারা বেলা ।আপ্তত এইটুকুই থাক ।সময়ে অসময়ে পরিবর্তন হবে বলে আশাবাদি ।

বাকের ভাই রিটার্ন › বিস্তারিত পোস্টঃ

বিপ্রতীপ অনুভূতি

২৮ শে আগস্ট, ২০১৪ ভোর ৪:২৫

শহরে কিছুই পরিবর্তন হয়নি । পাকি গন্ধের গুলশান হতে মুঘল গন্ধের লালবাগ কিংবা হালের বিপ্লবী টিশার্ট গন্ধের শাহাবাগ ।



এরপরেও তোমাকে নিয়ে হাঁটতে ভালো লাগে । তোমাকে নিয়ে একটা পিছুটান অনুভব করতে ভালো লাগে ।তোমাকে নিয়ে ক্যাফেতে বসে থাকতে ইচ্ছে করে, গুড়িগুড়ি বৃষ্টিতে হাঁটতে কিংবা পিছুটান ছুঁড়ে ফেলে দিয়ে ঘুরতে ভালো লাগে ।



......................অনেক সময় খুব বেশি ইচ্ছে করে ।



শহরের ক্যাফে গুলোতে ফরাসী কিংবা লাতিন স্বাদের কফি বিক্রি হয়,

কিন্তু খুঁজে পাইনা ফরাসী দেশের ফুটপাতে বসে থাকার মতো কোন ক্যাফে ।



গুড়িগুড়ি বৃষ্টি আজকাল রোজ হয়,

কিন্তু বৃটেনের মতো রাস্তায় গন্ধ পাওয়া যায় না ।



রাস্তা গুলোতে জীবনানন্দের কবিতার মতো মাটির সাদা গন্ধ বয়ে বেড়ায় ।



বার্লিনের মতো এখানেও রাস্তায় ভিড় জমে থাকে,

কিন্তু ভিড় গুলোতে আমি কাফকা চাইতে বেশি খুঁজে পাই রুদ্রের কবিতা ।



তোমার মুখের দিকে কোনদিন এক দৃষ্টিতে তাকিয়ে থাকার আমার সাহস হয়ে উঠবে না,আমি বড় জোর তোমার ছায়ার দিকে তাকিয়ে থাকবো ।হটাত আজ যখন তোমার আঙ্গুল ধরে বসলাম হাজার বছরের হাত ধরতে না পারার খরা কেটে গেলো ।



শহর কিন্তু ঠিক কিন্তু শহরের মতোই আছে, শহর ঠিক কিন্তু শহরের মতোই থাকবে ।তোমার ফিডেলবাদী পরিবারের সাথে আমার স্বপ্নের ডানা কোনদিন ডানা মেলে উড়তে পারবে না । সূর্যের কাছে মিলিয়ে যাবে ইকারাসের মতো ।



বড় জোর তোমার তীক্ষ্ণ দৃষ্টি যখন আমার সিগারেটের দিকে যায় তখন হুট করে আত্মহত্যা করি ।



এরপরে?

শেষ কোথায়?



আমি নিজের মাঝেই আজাদের কিছু লাইন পড়তে থাকি,



"এবং রয়েছো তুমি

সবচেয়ে বিষাক্ত অস্ত্র প্রিয়তমা মৃত্যুর ভগিনী

তোমাকে ছুঁলে, দেখলে

এমনকি তোমার নাম শুনলে

আমার ভেতরে লক্ষ লক্ষ আমি আত্মহত্যা করি।"



এক ফেবু ফ্রেন্ডের লেখা কেন জানি লেখাটা খুব ভাল লাগল,তাই সামুতে শেয়ার করলাম

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.